রাজধানী ঢাকা থেকে রাজশাহী ভ্রমণের অন্যতম উপায় হলো রেলপথ। রেলপথে ঢাকা হতে রাজশাহীর দূরত্ব প্রায় ৩৪৩ কিলোমিটার। বাংলাদেশ রেলওয়ে এর তথ্যমতে ট্রেনভেদে এই পথ পাড়ি দিতে সময় লাগে ৪ ঘণ্টা ৪৫ মিনিট হতে ৫ ঘণ্টা ৫০ মিনিট। রেল ভ্রমণের ক্ষেত্রে প্রায়শই যাত্রীদের ট্রেনের সময়সূচী নিয়ে বিড়ম্বনায় পড়তে হয়। তাই আজকের আর্টিকেলে আপনাদের জন্য থাকছে ঢাকা টু রাজশাহী ট্রেনের টিকেট ও সময়সূচী সংক্রান্ত তথ্যাবলী।
ঢাকা টু রাজশাহী যে সকল আন্তঃনগর ট্রেন চলাচল করে
- সিল্কসিটি এক্সপ্রেস (753/754)
- পদ্মা এক্সপ্রেস (759/760)
- ধূমকেতু এক্সপ্রেস (769/770)
- বনলতা এক্সপ্রেস (791/792)
সিল্কসিটি এক্সপ্রেস (৭৫৩)
ঢাকা থেকে দুপুর ২ঃ৪৫ মিনিটে সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনটি রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যায়। রাত ৮ঃ৩৫ মিনিটে ট্রেনটি গন্তব্য রাজশাহীতে পৌঁছায়। ট্রেনটির ঢাকা থেকে রাজশাহী পৌঁছাতে সময় লাগে প্রায় ৫ ঘণ্টা ৫০ মিনিট। ট্রেনটি বিমান বন্দর, জয়দেবপুর, টাঙ্গাইল, বঙ্গবন্ধু সেতু (পূর্ব), শহীদ এম মনসুর আলী, জামতেল, উল্লাপাড়া, বড়াল ব্রীজ, চাটমোহর, ঈশ্বরদী বাইপাস, আব্দুলপুর এবং আড়ানী সহ মোট ১২টি স্টেশনে যাত্রা বিরতি দেয়। রবিবার ব্যতীত সপ্তাহের ৬ দিন ট্রেনটি ঢাকা থেকে চলাচল করে।
পদ্মা এক্সপ্রেস (৭৫৯)
ঢাকা থেকে রাত ১১ঃ০০ মিনিটে পদ্মা এক্সপ্রেস ট্রেনটি রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যায়। ভোর ৪ঃ৩০ মিনিটে ট্রেনটি গন্তব্য রাজশাহীতে পৌঁছায়। ট্রেনটির ঢাকা থেকে রাজশাহী পৌঁছাতে সময় লাগে প্রায় ৫ ঘণ্টা ৩০ মিনিট। ট্রেনটি বিমান বন্দর, জয়দেবপুর, টাঙ্গাইল, বঙ্গবন্ধু সেতু (পূর্ব), শহীদ এম মনসুর আলী, উল্লাপাড়া, বড়াল ব্রীজ, চাটমোহর, ঈশ্বরদী বাইপাস, আব্দুলপুর এবং শারদাহ রোড সহ মোট ১১টি স্টেশনে যাত্রা বিরতি দেয়। মঙ্গলবার ব্যতীত সপ্তাহের ৬ দিন ট্রেনটি ঢাকা থেকে চলাচল করে।
ধূমকেতু এক্সপ্রেস (৭৬৯)
ঢাকা থেকে সকাল ৬ঃ০০ মিনিটে ধূমকেতু এক্সপ্রেস ট্রেনটি রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যায়। দুপুর ১১ঃ৪০ মিনিটে ট্রেনটি গন্তব্য রাজশাহীতে পৌঁছায়। ট্রেনটির ঢাকা থেকে রাজশাহী পৌঁছাতে সময় লাগে প্রায় ৫ ঘণ্টা ৪০ মিনিট। ট্রেনটি বিমান বন্দর, জয়দেবপুর, টাঙ্গাইল, বঙ্গবন্ধু সেতু (পূর্ব), শহীদ এম মনসুর আলী, জামতেল, উল্লাপাড়া, বড়াল ব্রীজ, চাটমোহর, ঈশ্বরদী বাইপাস, আব্দুলপুর এবং আড়ানী সহ মোট ১২টি স্টেশনে যাত্রা বিরতি দেয়। শনিবার ব্যতীত সপ্তাহের ৬ দিন ট্রেনটি ঢাকা থেকে চলাচল করে।
বনলতা এক্সপ্রেস (৭৯১)
ঢাকা থেকে দুপুর ১ঃ৩০ মিনিটে বনলতা এক্সপ্রেস ট্রেনটি রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যায়। সন্ধ্যা ৬ঃ১৫ মিনিটে ট্রেনটি রাজশাহীতে পৌঁছায়। যাত্রা বিরতিহীন সার্ভিস প্রদান করায় ট্রেনটির ঢাকা থেকে রাজশাহী যেতে সময় লাগে মাত্র ৪ ঘণ্টা ৪৫ মিনিটের কাছাকাছি। শুক্রবার ব্যতীত সপ্তাহের ৬ দিন ট্রেনটি ঢাকা থেকে চলাচল করে।
ঢাকা টু রাজশাহী ট্রেনের সময়সূচী ২০২৩ইং (ছক)
ট্রেনের নাম ও নং | সাপ্তাহিক বন্ধ | ঢাকা থেকে ছাড়ে | রাজশাহী পৌঁছায় |
সিল্কসিটি এক্সপ্রেস (৭৫৩) | রবিবার | দুপুর ২ঃ৪৫ মিনিট | রাত ৮ঃ৩৫ মিনিট |
পদ্মা এক্সপ্রেস
(৭৫৯) |
মঙ্গলবার | রাত ১১ঃ০০ মিনিট | ভোর ৪ঃ৩০ মিনিট |
ধূমকেতু এক্সপ্রেস
(৭৬৯) |
শনিবার | সকাল ৬ঃ০০ মিনিট | দুপুর ১১ঃ৪০ মিনিট |
বনলতা এক্সপ্রেস
(৭৯১) |
শুক্রবার | দুপুর ১ঃ৩০ মিনিট | সন্ধ্যা ৬ঃ১৫ মিনিট |
ঢাকা টু রাজশাহী ট্রেনের ভাড়া ২০২৩ইং
আসনের ধরণ | টিকেট মূল্য |
---|---|
শোভন চেয়ার | ৩৪০/৩৭৫ টাকা |
স্নিগ্ধা | ৬৫৬/৭২৫ টাকা |
এসি | ৭৮২/৮৬৫ টাকা |
এসি বার্থ | ১,১৭৩ টাকা |
জয়দেবপুর হতে রাজশাহী ট্রেনের সময়সূচী ও ভাড়া ২০২৩ইং
ট্রেনের নাম ও নং | সাপ্তাহিক বন্ধ | জয়দেবপুর থেকে ছাড়ে | রাজশাহী পৌঁছায় |
সিল্কসিটি এক্সপ্রেস (৭৫৩) | রবিবার | দুপুর ৩ঃ৫৩ মিনিট | রাত ৮ঃ৩৫ মিনিট |
পদ্মা এক্সপ্রেস
(৭৫৯) |
মঙ্গলবার | রাত ১২ঃ০৫ মিনিট | ভোর ৪ঃ৩০ মিনিট |
ধূমকেতু এক্সপ্রেস
(৭৬৯) |
শনিবার | সকাল ৭ঃ০০ মিনিট | দুপুর ১১ঃ৪০ মিনিট |
আসনের ধরণ | টিকেট মূল্য |
---|---|
শোভন চেয়ার | ৩১০ টাকা |
স্নিগ্ধা | ৫৯৮ টাকা |
এসি | ৭১৩ টাকা |
এসি বার্থ | ১,০৭০ টাকা |
আব্দুলপুর হতে রাজশাহী ট্রেনের সময়সূচী ও ভাড়া ২০২৩ইং
ট্রেনের নাম ও নং | সাপ্তাহিক বন্ধ | আব্দুলপুর থেকে ছাড়ে | রাজশাহী পৌঁছায় |
সিল্কসিটি এক্সপ্রেস (৭৫৩) | রবিবার | রাত ৭ঃ৫২ মিনিট | রাত ৮ঃ৩৫ মিনিট |
পদ্মা এক্সপ্রেস
(৭৫৯) |
মঙ্গলবার | ভোর ৩ঃ৫৩ মিনিট | ভোর ৪ঃ৩০ মিনিট |
ধূমকেতু এক্সপ্রেস
(৭৬৯) |
শনিবার | সকাল ১০ঃ৫৩ মিনিট | সকাল ১১ঃ৪০ মিনিট |
বরেন্দ্র এক্সপ্রেস (৭৩২) | রবিবার | সকাল ১১ঃ৩০ মিনিট | দুপুর ১২ঃ২০ মিনিট |
তিতুমির এক্সপ্রেস (৭৩৪) | বুধবার | রাত ৮ঃ৩০ মিনিট | রাত ৯ঃ০০ মিনিট |
সাগরদাঁড়ি এক্সপ্রেস (৭৬১) | সোমবার | রাত ৯ঃ১৫ মিনিট | রাত ১০ঃ০০ মিনিট |
ঢালারচর এক্সপ্রেস (৭৭৯) | সোমবার | সকাল ১০ঃ০০ মিনিট | সকাল ১১ঃ১০ মিনিট |
বাংলাবান্ধা এক্সপ্রেস (৮০৪) | শুক্রবার | বিকাল ৪ঃ১৫ মিনিট | বিকাল ৫ঃ৩০ মিনিট |
আসনের ধরণ | টিকেট মূল্য |
---|---|
শোভন চেয়ার | ৪৫/৫০ টাকা |
স্নিগ্ধা | ১১৫ টাকা |
এসি | ১২৭ টাকা |
এসি বার্থ | ১৭৩ টাকা |