নাটোর রাজবাড়ী

নাটোর রাজবাড়ী
শেয়ার করুন সবার সাথে

নাটোর রাজবাড়ী কোথায় অবস্থিত?

নাটোর রাজবাড়িটির অবস্থান নাটোরের সদর উপজেলায়। রাজধানী ঢাকা হতে এর দূরত্ব প্রায় ২০০ কিলোমিটার এবং রাজশাহী থেকে প্রায় ৪৯ কিলোমিটার।

নাটোর রাজবাড়ী কে নির্মাণ করেন, কত সালে প্রতিষ্ঠিত হয়?

যতদূর জানা যায় নাটোর রাজবংশের প্রতিষ্ঠাতা রাম জীবন চৌধুরী নাটোর রাজবাড়িটি নির্মাণ করেছিলেন। ১৭০৬ হতে ১৭১০ সালের মধ্যে নাটোর রাজবাড়ি নির্মিত হয়।

রাজবাড়ীটির অতীত ইতিহাস

নাটোর রাজপরিবারের উৎপত্তি হয়ছিল আঠারো শতকে। ১৭০৬ সালে প্রতিষ্ঠা লাভের পর নাটোর রাজপরিবারের প্রথম রাজা রাম জীবন চৌধুরী এখানে রাজপ্রাসাদ এবং প্রশাসনিক ভবন সহ বিভিন্ন স্থাপত্য নির্মাণ করেছেন। যার মধ্যে অন্যতম একটি নাটোর রাজবাড়ি। ১৭৩০ সালে রাজা রাম জীবনের দত্তক নেওয়া পুত্র রামকান্তের সাথে বিয়ে হয় রাণী ভবানীর। ১৭৩৪ সালে রাজা রাম জীবনের মৃত্যুর পর পর্যায়ক্রমে রাজা রামকান্ত এবং রাণী ভবানীর ওপর জমিদারি পরিচালনা করার দায়িত্ব বর্তীত হয়। তৎকালীন সময়ে রাজশাহী, বগুড়া, যশোর, পাবনা, রংপুর সহ পশ্চিমবঙ্গের বেশ কিছু অঞ্চলে রাজত্ব ছিল রাণী ভবানীর। তার আবাসস্থল ছিল ইতিহাস সমৃদ্ধ এই নাটোর রাজবাড়ি।

নাটোর রাজবাড়ির মোট আয়তন ১২০ একরের কাছাকাছি। যার মধ্যে ৩৭ একর জমিজুড়ে প্রাসাদ কমপ্লেক্সটি নির্মিত হয়েছে। এখানে মোট ভবনের সংখ্যা ৮টি। সম্পূর্ণ রাজবাড়িটি বড় তরফ এবং ছোট তরফ নামক দুইটি অংশে বিভক্ত করা। বর্তমানে রাজবাড়িটি জেলা প্রশাসনের নিয়ন্ত্রণাধীন। রাজবাড়ির প্রধান ফটক দিয়ে ভেতরে ঢুকতেই চোখে পড়বে ফুলের বাগান। রাজবাড়ির ভেতরেই আছে বেশ কয়েকটি মন্দির। প্রাসাদের নিকটেই রয়েছে শান বাঁধানো ঘাট সংবলিত বিশাল পুকুর। সর্বমোট ৭টি পুকুর আছে এই রাজবাড়িতে। মূল প্রাসাদটি ছাড়াও এখানে আছে বৈঠকখানা, মালখানা, রানী মহল সহ বিভিন্ন ঐতিহাসিক স্থাপত্য, যার সুনিপুণ নির্মাণশৈলী প্রশংসার দাবিদার।

যাওয়ার উপায়

ঢাকা থেকে বাসে কীভাবে যাবেন

ঢাকা থেকে হানিফ পরিবহন, একতা পরিবহন, শ্যামলী পরিবহন, গ্রামীন ট্রাভেলস, দেশ ট্রাভেলস, ন্যাশনাল ট্রাভেলস সহ বেশ কিছু অপারেটরের বাস এই রুটে চলাচল করে। নন এসি বাসের ভাড়া ৫৯০ টাকা এবং এসি বাসের ভাড়া ১,৩০০ টাকা। সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত ঢাকার কল্যাণপুর, মহাখালী এবং আব্দুল্লাহপুর হতে এসব বাস চলাচল করে।

বিস্তারিত তথ্যের জন্য নিম্নে কয়েকটি বাসের কাউন্টার নম্বর প্রদান করা হলো –

হানিফ পরিবহন – ০১৭১৩২০১৭২৬ (কল্যাণপুর কাউন্টার)
দেশ ট্রাভেলস – ০১৭৬২৬৮৪৪৪০ (কল্যাণপুর কাউন্টার)
ন্যাশনাল ট্রাভেলস – ০১৭১৩২২৮২৮৬ (কল্যাণপুর কাউন্টার)

নাটোর বাস টার্মিনাল হতে নাটোর রাজাবাড়ির দূরত্ব প্রায় ৩ কিলোমিটার। অটোতে করে এই পথ পাড়ি দিতে হবে।

ঢাকা থেকে ট্রেনে কীভাবে যাবেনঃ

ঢাকা থেকে চলাচলকারী নীলসাগর এক্সপ্রেস, রংপুর এক্সপ্রেস, একতা এক্সপ্রেস, দ্রুতযান এক্সপ্রেস, কুড়িগ্রাম এক্সপ্রেস, লালমনি এক্সপ্রেস এবং পঞ্চগড় এক্সপ্রেস নামক ট্রেনগুলো নাটোর হয়ে চলাচল করে। ঢাকা থেকে ট্রেনে করে নাটোর যেতে সময় লাগবে প্রায় ৫ ঘণ্টা। ভাড়া আসন ভেদে ৩২০ থেকে ৭৪০ টাকা।

নিম্নে ঢাকা থেকে ট্রেনের সময়সূচী সংক্রান্ত তথ্য প্রদান করা হলো –

ট্রেনের নাম সময়সূচী (ঢাকা থেকে) 
নীলসাগর এক্সপ্রেস সকাল ৬ঃ৪০ মিনিট 
রংপুর এক্সপ্রেস সকাল ৯ঃ১০ মিনিট
একতা এক্সপ্রেস সকাল ১০ঃ১০ মিনিট
দ্রুতযান এক্সপ্রেস রাত ৮ঃ০০ মিনিট 
কুড়িগ্রাম এক্সপ্রেস রাত ৮ঃ৪৫ মিনিট 
লালমনি এক্সপ্রেস রাত ৯ঃ৪৫ মিনিট 
পঞ্চগড় এক্সপ্রেস রাত ১০ঃ৪৫ মিনিট 

নাটোর রেল স্টেশন হতে নাটোর রাজাবাড়ির দূরত্ব প্রায় ৩.৭ কিলোমিটার।

রাজবাড়িটিতে প্রবেশ ফি

নাটোর রাজবাড়ির প্রবেশ ফি জনপ্রতি ১০ টাকা।

থাকবেন কোথায়

নিম্নে নাটোরের কয়েকটি আবাসিক হোটেলের তথ্য প্রদান করা হলো –

সার্কিট হাউজ নাটোর
মাদ্রাসা মোড়, নাটোর
যোগাযোগঃ +৮৮ ০৭৭১৬৬৯৩২

নাটোর সদর ডাক বাংলো
যোগাযোগঃ ০১৭১৮৬৫৮০৬৪

হোটেল প্রিন্স
রেলওয়ে স্টেশন বাজার, নাটোর সদর
যোগাযোগঃ +৮৮ ০৭৭১-৬১৩৫৬

হোটেল ভিআইপি
বড় হরিষপুর, নাটোর
যোগাযোগঃ +৮৮ ০৭৭১-৬৬০৯৭

হোটেল রাজ
মাদ্রাসা মোড়, নাটোর সদর
যোগাযোগঃ +৮৮ ০৭৭১-৬৬৬৬০

হোটেল রুখসানা
কানাইখালী, পুরান বাসস্ট্যান্ড, নাটোর সদর
যোগাযোগঃ +৮৮ ০৭৭১-৬২৪৩১

নাটোর বোর্ডিং
নিচাবাজার, হাসপাতাল সড়ক, নাটোর সদর
যোগাযোগঃ +৮৮ ০৭৭১-৬২০০১

খাবেন কোথায়

নাটোরের খাবার হোটেলগুলোর মধ্যে রেল স্টেশনের নিকটবর্তী নয়ন হোটেল এবং চকরামপুরে অবস্থিত ইসলামিয়া পচুর হোটেল বেশ জনপ্রিয়। নাটোরের বিখ্যাত কাঁচাগোল্লার জন্য আলাইপুরে অবস্থিত মৌচাক মিষ্টি ভাণ্ডার ও জয়কালী বাড়ি মন্দির সংলগ্ন জয়কালী বাড়ি মিষ্টির দোকানের সুনাম রয়েছে।


শেয়ার করুন সবার সাথে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!