মোটের ওপর বলা চলে, আমরা ভিজিটরদের কোন তথ্যই সংরক্ষন করি না। আর আমাদের সেটি করার কোন প্রয়োজনও পড়ে না। গুগুল এনালিটিক্স এর মাধ্যমে কোন পোষ্টে ভিজিটরদের কেমন আগ্রহ আমরা শুধু সেটি বিচার বিশ্লেষণ করতে পারি। এই প্রক্রিয়ার মাধ্যমে কোন ভিজিটরের ব্যক্তিগত কোন তথ্য যেমন ভিজিটরের নাম, ঠিকানা, মোবাইল নম্বর, ইমেইল ইত্যাদি কোন কিছুই আমাদের নিকট আসে না। আমরা শুধু জানতে পারি প্রতিদিন মোট কতজন ভিজিটর আমাদের সাইট ভিজিটে আসছেন, কোন কোন দেশ থেকে কতজন ভিজিট করছেন, কোন কোন ডিভাইস থেকে আমাদের সাইটটি ভিজিট করছেন ইত্যাদি। এমতাবস্থায় কোনক্রমেই তৃতীয় কোন পক্ষের নিকট আমরা ভিজিটরদের কোন তথ্যই সরবরাহ করি না।
কখনও কখনও ভিজিটরদের অধিকতর জানার স্বার্থে আমরা প্রতিষ্ঠিত ট্রাভেল সাইট বা ইউটিউব চ্যানেলের লিঙ্ক দিয়ে থাকতে পারি। তবে সেটি কখনই বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহৃত হবে না।
সর্বোপরি, ভিজিটররা সাইটি থেকে যেন সর্বোচ্চ সেবাটি পান সেইদিকে লক্ষ্য রেখে কাজ করে যাচ্ছে একঝাঁক তরুন দল। যাদের উদ্দেশ্যই হচ্ছে সব ধরনের ভ্রমনপিপাসু মানুষদের জন্য একটি সমান এবং সমান্তরাল প্লাটফর্ম তৈরি করা যেন সবাই কম বেশি উপকৃত হতে পারে। আর এটিই হচ্ছে আমাদের প্রধান এবং অন্যতম উদ্দেশ্য।