ফ্যান্টাসি কিংডম পার্ক

ফ্যান্টাসি কিংডম পার্ক
শেয়ার করুন সবার সাথে

বাংলাদেশের একমাত্র থিম পার্ক ফ্যান্টাসি কিংডম পার্ক (Fantasy Kingdom Park)। ব্যস্ত নগর জীবনে একটু আনন্দ পেতে পরিবারের সবাইকে নিয়ে ঘুরে আসার মতো জায়গা এই পার্ক।ঢাকার অদূরে সাভারের আশুলিয়ায় এই পার্কটি অবস্থিত। আজকের আর্টিকেলে ফ্যান্টাসি কিংডমে যাওয়ার উপায়, বাস ভাড়া,প্রবেশ মূল্য,টিকিট,অফার,প্যাকেজ ইত্যাদি নিয়েই জানাবো।

ফ্যান্টাসি কিংডম পার্ক কোথায় অবস্থিত?

ফ্যান্টাসি কিংডম পার্ক মূলত রাজধানী ঢাকার সাভার উপজেলায় অবস্থিত। এই উপজেলার আশুলিয়া থানার জামগড়া এলাকার প্রায় ২০ একর জায়গা জুড়ে এই পার্কটি গড়ে উঠেছে। ২০০২ সালের ফেব্রুয়ারিতে কনকর্ড এন্টারটেইনমেন্ট লিমিটেড কোম্পানি এই পার্ক গড়ে তোলে।

ফ্যান্টাসি কিংডমের বিভিন্ন রাইডের বিবরণ

ফ্যান্টাসি কিংডম পার্কে প্রায় ২৪ টি রাইড রয়েছে। পার্কের প্রবেশ পথ অত্যন্ত সুন্দর করে সাজানো হয়েছে। এখানে অভ্যর্থনার জন্য রয়েছে রাজা আশু,রানি লিয়া এবং তাদের পোষা জুজু,বোবো জিপার ও বঙ্গাসুর।আরও আছে রোমাঞ্চকর রাইড। কিছু রাইডের নাম ও বর্ণনা তুলে ধরলাম।

ওয়াটার কিংডম

ফ্যান্টাসি কিংডমের অন্যতম জনপ্রিয় রাইড হলো ওয়াটার কিংডম। ওয়াটার কিংডমের আসল মজা হলো পানি নিয়ে।এই ওয়াটার পার্কে আছে ওয়েভ পুল, স্লাইড ওয়ার্ল্ড, লেজি রিভার, ফ্যামিলি পুল, মাল্টি-স্লাইড,ডান্সিং জোন ইত্যাদি।

হেরিটেজ কর্ণার

বাংলাদেশের সব বড় ও বিখ্যাত স্থাপনাসমূহের আদলে ছোট ছোট রেপ্লিকা নিয়ে হেরিটেজ কর্ণার গড়ে তোলা হয়েছে।এছাড়াও এখানে রয়েছে কফি কাপ,ফ্যামিলি রোলার কোস্টার,পাইরেট শিপ,ফ্যামিলি ট্রেন,প্যাডেল বোট,সার্কাস সুইং,ব্যাটারি কার ইত্যাদি।

এক্সট্রিম রেসিং গো-কার্ট

ফ্যান্টাসি কিংডম বাংলাদেশে প্রথমবারের মতো আন্তর্জাতিক মানের এক্সট্রিম রেসিং গো-কার্ট চালু করেছে। ফর্মুলা ওয়ান রেসিংয়ের স্বাদ পাওয়া যাবে এর মাধ্যমে।

লেজি রিভার

লেজি রিভার মূলত ছোট ছোট গিরিখাত এবং জলপ্রপাত ভরা আঁকাবাকা কৃত্রিম নদী। তবে এর পানি এতটা শান্ত নয়। যারা সাঁতার জানেন তারা এখানে খুব মজা পাবেন।তবে পানি অল্প হওয়ায় লাইফ জ্যাকেট নিয়েও নামা যাবে।

রোলার কোস্টার

ফ্যান্টাসি কিংডমের কথা আসলে প্রথম রোলার কোস্টারের ছবিই ভেসে ওঠে। দমবন্ধ অনুভূতি সাথে এডভেঞ্চারে পূর্ণ এই রোলার কোস্টারে উঠলে উপর থেকে পুরো ফ্যান্টাসি কিংডম দেখা হয়ে যাবে।

ম্যাজিক কার্পেট

আলাদীনের জাদুর পাটি দেখতে চাইলে ফ্যান্টাসি কিংডমের ম্যাজিক কার্পেট দেখতে পারেন।এই কার্পেটে চড়লে খাওয়ার আগে উঠবেন।উঠলেই বুঝতে পারবেন এর রোমাঞ্চকর অনুভূতি।

সতর্কতা :

ফ্যান্টাসি কিংডমের কিছু কিছু রাইড শিশু ও দুর্বল চিত্তের মানুষের জন্য নয়। রাইডগুলোতেও ইন্সট্রাকশন দেওয়া আছে। আর বেশি ঘুর্নায়মান রাইড গুলোতে চড়ার আগে পায়ের জুতা, মোবাইল বা অন্যান্য জিনিসপত্র ভালোভাবে সামলে উঠবেন।

খোলা এবং বন্ধের সময়সূচি

ফ্যান্টাসি কিংডমে কোনো বন্ধের দিন নেই।সারা বছরই খোলা থাকে। প্রতিদিন সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত খোলা থাকে। শুধু শুক্রবার ও সরকারী ছুটির দিনগুলোতে সকাল ১০টা থেকে রাত ৮ টা পর্যন্ত পার্ক খোলা রাখা হয়।

ফ্যান্টাসি কিংডম পার্কে প্রবেশ ও টিকিট মূল্য ২০২৩ ইং

ফ্যান্টাসি কিংডম পার্কে প্রবেশ ও টিকিট মূল্য বয়সভেদে আলাদা হয়।শিশুদের জন্য জনপ্রতি প্রবেশ ফি ৩০০ টাকা এবং প্রাপ্তবয়স্কদের প্রবেশ ফি ৪০০ টাকা। তবে বর্তমানে ৫০০ টাকার প্রবেশ ফির একটি অফার আছে যেখানে প্রবেশের সাথে পাবেন ৩ টি রাইড ও পেপসি বা আইসক্রিম।

ফ্যান্টাসি কিংডমের প্যাকেজ অফার ২০২৩ ইং

ফ্যান্টাসি কিংডমে প্রবেশ ফি দিয়ে রাইডগুলোতে চড়ার জন্য আলাদা টিকিট ফি দিতে হয়।তবে আলাদা আলাদা রাইডে বার বার টিকিট কাটার ঝামেলা এড়াতে চাইলে প্যাকেজ অফার নিতে পারেন। এক একটি প্যাকেজের রেট এক এক রকম। তবে বিশেষ দিনে, উৎসবে নতুন নতুন প্যাকেজের অফার দেওয়া হয়।এসব অফার নির্দিষ্ট সময়ের জন্য হয়।তেমনই কয়েকটি প্যাকেজ অফার নিচে দেওয়া হলো।

ওয়াটার কিংডম : ওয়াটার কিংডমে প্রবেশ ও সকল রাইডে চড়ার একটি প্যাকেজ রয়েছে। এই প্যাকেজের মূল্য ৯৫০ টাকা।

কম্বো প্যাকেজ : কম্বো প্যাকেজ নামে যে প্যাকেজটি রয়েছে তার মূল্য জনপ্রতি ১৭০০ টাকা। এই প্যাকেজের আওতায় রয়েছে ফ্যান্টাসি কিংডমে প্রবেশ,৮ টি রাইড, ওয়াটার কিংডমে প্রবেশ,হেরিটেজ কর্ণারের ২ টি রাইড, এক্সট্রিম রেসিং, লাঞ্চ অথবা ডিনার।

কর্পোরেট প্যাকেজ: ফ্যান্টাসি কিংডমে প্রবেশ ও ১০ টি রাইড,ওয়াটার কিংডমে প্রবেশ ও আনলিমিটেড রাইডে চড়া যাবে মাত্র ৮০০ টাকায়। তবে এই প্যাকেজটি একটি অফিসের সর্বোচ্চ ১০ জন কলিগ নিতে পারবেন।

স্টুডেন্ট প্যাকেজ: ফ্যান্টাসি কিংডমে প্রবেশ ও ১০ টি রাইড,ওয়াটার কিংডমে প্রবেশ ও আনলিমিটেড রাইডে চড়া যাবে মাত্র ৭০০ টাকায়। তবে এই প্যাকেজটি স্টুডেন্টদের জন্য।তাই এটা নিতে হলে অবশ্যই স্টুডেন্ট আইডি কার্ড সঙ্গে আনতে হবে।

ফ্যামিলি প্যাকেজ :ফ্যান্টাসি কিংডমে প্রবেশ ফি ও ১০ টি রাইডে চড়া যাবে ৪ সদস্যের ফ্যামিলি প্যাকেজ নিলে।এজন্য জনপ্রতি ৯৫০ টাকা খরচ হবে। এছাড়া প্রতি মঙ্গলবার ফ্যামিলি ডে অফারে ৫০% পর্যন্ত ডিসকাউন্ট রয়েছে। এছাড়াও বিভিন্ন সময় ফ্যামিলি প্যাকেজের বিশেষ অফার দেওয়া হয়। এ ব্যাপারে বিস্তারিত জানার জন্য কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে হবে।
ফ্যান্টাসি কিংডম ভিআইপি টিকিট : জনপ্রতি ২০০০ টাকা দিয়ে এই টিকিট ক্রয় করলে সাথে পাবেন আলাদা সেবা।এর আওতায় রয়েছে প্রবেশ ফি, ফ্যান্টাসি কিংডমের সকল রাইড ও হেরিটেজ কর্ণারের রাইড,ওয়াটার কিংডমে প্রবেশ,লাঞ্চ অথবা ডিনার,ভিআইপি লাউঞ্জে ওয়েলকাম ড্রিংক,এক্সট্রিম রেসিং-এ ৫০% ডিসকাউন্ট, আলাদা টিকিট কাউন্টার ও প্রবেশ পথ।কোনো রাইডে চড়তে গিয়ে লাইনে দাড়ানোর ঝামেলা নেই।

ফ্যান্টাসি কিংডম যাওয়ার উপায়

গুলিস্তান থেকে- হিমালয়,গাজীপুর পরিবহন যায় আবদুল্লাহপুর পর্যন্ত। পরে লেগুনায় করে ফ্যান্টাসি কিংডম পর্যন্ত যেতে পারেন।ভাড়া ৫০-৭০ টাকা।তবে সময়ের সাথে সাথে ভাড়া পরিবর্তিত হতে পারে। এছাড়া এখান থেকে হানিফ পরিবহনের একটি বাস ছাড়ে ফ্যান্টাসি কিংডমে সরাসরি যাওয়ার জন্য।ভাড়া ৬০/৭০ টাকার ভেতর।

আব্দুল্লাহপুর বা উত্তরা থেকে – আলিফ পরিবহন,বিআরটিসি বাস।

খাবেন কোথায়

ফ্যান্টাসি কিংডম এসে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘোরাঘুরির ফাঁকে খাওয়া দাওয়া করার জন্য রয়েছে কয়েকটি রেস্টুরেন্ট। আশুলিয়া ক্যাসেল রেষ্টুরেন্ট,ওয়াটার টাওয়ার ক্যাফে এবং রোলার কোস্টার স্টেশন। এসব রেস্টুরেন্টে বারবিকিউ, পিজ্জা, স্পাইসি ফ্রাইড চিকেন,বার্গার,বিভিন্ন কোল্ড ড্রিংকস, আইসক্রিম, জুসসহ থাই ও ইন্টারন্যাশনাল মেন্যু পাওয়া যায় । এছাড়া বেশ কিছু প্যাকেজে ফ্যান্টাসি কিংডম থেকে খাবার সরবরাহ করা হয়।

থাকার ব্যবস্থা

ফ্যান্টাসি কিংডমে ঘুরতে এসে সাধারণত সন্ধ্যা হয়ে যায়। এজন্য কেউ যদি এখানে রাতে থাকতে চান তাহলেও চিন্তা নেই। কারণ এখানে আছে উন্নতমানের রিসোর্ট আটলান্টিস। এই রিসোর্টটি দৃষ্টিনন্দন ও শোবার রুমগুলোও ভালোমানের।

যোগাযোগের ঠিকানা

ফ্যান্টাসি কিংডমে যেতে হলে আগে অবশ্যই যোগাযোগ করে যাওয়া ভালো। ফ্যান্টাসি কিংডম কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার জন্য রয়েছে ফোন নম্বর, ফেসবুক পেইজ, ওয়েবসাইট।

ফোন নম্বর : 01969910100, 01913531522, 01404083821, 01913531387

Email : info@fantasykingdom.net

ফেসবুক পেইজ : https://www.facebook.com/FantasyKingdomHQ?mibextid=ZbWKwL

Website : https://fantasykingdom.net

সোর্স ইমেজঃ ফ্যান্টাসি কিংডম পার্ক ফেসবুক পেজ


শেয়ার করুন সবার সাথে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!