ভ্রমণ টিপস এন্ড ট্রিকস

  • যেখানেই ভ্রমণ করতে বের হন না কেন, ভ্রমণ তারিখের আবহাওয়া পূর্বাভাসটা আগেই জেনে নিন গুগুল করে।
  • পাহাড়ে ট্রেকিং করার পূর্বে একটি ভালো মানের পাওয়ার ব্যাংক সাথে রাখুন।
  • হোটেল রিসোর্টে থাকার পূর্বে হোটেলের রুম, ওয়াশ রুম, রুমের ভিতরে ইলেকট্রিক যন্ত্রপাতি ঠিক আছে ভালো করে চেক করে বুকিং করবেন।
  • নদী বা হাওরে ভ্রমণের পূর্বে ট্রলারের মাঝির সাথে ভালো করে বারগেনিং করতে পারে এমন একজনকে দিয়ে ভাড়া ঠিক করাবেন।
  • ব্যক্তিগত পরিচয়পত্র, জাতীয় পরিচয়পত্র সবসময় সাথে রাখুন।