লেক প্যারাডাইস

লেক প্যারাডাইস
শেয়ার করুন সবার সাথে

লেক প্যারাডাইস রিসোর্ট ও পিকনিক স্পট

চারপাশে তাকালেই এখান থেকে দেখতে পাবেন ছোট বড় পাহাড়ের সমাবেশ। আর তার ফাঁক গলে থাকা স্বচ্ছ জল। একটু ভাবুন তো এমন একটি স্থানে যদি পরিবার নিয়ে একটু পিকনিক করা যায় তাহলে কেমন হয়? আর ঘুরাঘুরির জন্য তো এমন জায়গাকে একদম আদর্শ স্থান বলা চলে। পাহাড় ঘেরা সবুজ এই প্রকৃতির বুকে নিরাপত্তা নিয়ে ভাবছেন? সে ভাবনা বরং বাংলাদেশ নৌবাহিনীকেই দিয়ে দিন।

হ্যাঁ! কথা বলছিলাম কাপ্তাইয়ে নৌবাহিনীর শহীদ মোয়াজ্জম ঘাঁটিতে প্রকৃতির উদার করে দেয়া সৌন্দর্যের মাঝে অবস্থিত লেক প্যারাডাইস পিকনিক স্পট নিয়ে। এখানে দাঁড়িয়ে চারপাশে তাকালেই বুঝতে পারবেন বন পাহাড়, সমতল আর জলের মিলিত হওয়ার এই স্থানে নিজের রূপ ঢেলে দিতে প্রকৃতি একটুও কার্পণ্য করেনি।
প্রায় ত্রিশ বছর ধরে বাণিজ্যিকভাবে চলতে থাকা এই রিসোর্ট এবং পিকনিক স্পটটি নিয়েই আমাদের আজকের আয়োজন। আমরা আপনাকে জানাব কীভাবে এই পিকনিক স্পটে যাবেন, কোথায় থাকবেন। আসা যাওয়া এবং থাকা খাওয়ার খরচ কত হতে পারে সবকিছুই বিস্তারিত জানতে পারবেন।

লেক প্যারাডাইসের প্রধান আকর্ষণগুলো

এই লেক প্যারাডাইসে প্রধান আকর্ষণ হল এটি একটি পিকনিক স্পট। বিশাল আকারের যে কোন ধরণের পিকনিক এখানে করা সম্ভব। মজার ব্যাপার হল তথ্য অনুযায়ী এখানে একসাথে প্রায় পাঁচ হাজার মানুষের পিকনিক করা সম্ভব। এই তথ্যের সাথে তাল মেলাতেই যেন এখানে রয়েছে বিপুল সংখ্যক গাড়ি এবং বাস পার্কিং করার সুযোগ সুবিধা। কোন একটি কর্পোরেট প্রতিষ্ঠান যদি চায় তাহলে পুরো দিনের জন্য এই জায়গাটি ভাড়া নিয়ে নিতে পারবে।

বিনোদনের জন্য এখানে রয়েছে ২০ টির মত আলাদা স্পট, যেখানে প্রকৃতির কাছে কিছুটা সময় কাটাতে পারবেন একদম নির্ভাবনায়। খোলা মাঠ রয়েছে এখানে, যা আপনি পিকনিকের জন্য ব্যবহার করতে পারবেন। এছাড়াও রয়েছে স্টেজ এবং যে কোন ধরণের অনুষ্ঠান করার জন্য বিশেষ সুযোগ সুবিধা।



আপনি চাইলেই এই ২০টি স্পট একসাথে ভাড়া নিয়ে নিতে পারবেন। অথবা আবার আপনার পরিকল্পনা যদি ছোট হয় তাহলে এই স্পটগুলোর যে কোন একটি ভাড়া নিয়ে চিত্য বিনোদনে অংশ নিতে পারবেন। কি নেই এখানে? ইঞ্জিন চালিতে বোটে করে লেকের মধ্যে ঘুরাঘুরি, আবার প্যাডেল চালিত বোট নিয়েও নিরাপদে মনোরঞ্জনের ব্যবস্থা রয়েছে এখানে। এছাড়া আপনার যদি জলের সাথে একটু রোমাঞ্চের ছোঁয়া মিশিয়ে উপভোগ করতে চান তাহলে আপনার জন্য রয়েছে স্পিড বোট এবং কায়াকিং এর সুবিধা।

শীত, বর্ষা কিংবা গ্রীষ্ম এখানে আসলেই আপনার ভালো লাগবে চারপাশের প্রকৃতির দিকে তাকালে। কেননা যারা প্রকৃতি প্রেমী তারা ঠিকই জানেন একেক মৌসুমে প্রকৃতি নিজেকে একে রূপে সাজিয়ে রাখে। গ্রীষ্মকালে আসলেও ভয়ের কোন কারণে নেই, কারণ এখানে সর্বক্ষণ বয়ে চলে হিমেল বাতাস।

ছোট ছোট সিঁড়ি দিয়ে স্পটের মধ্যে উঁচু নিচু পাহাড়ে ঘুরাফেরা করতে পারবেন খুব চমৎকারভাবেই। বৃষ্টির সময় আসলে ভয়ের কিছু নেই। এগুলো তেমন একটা পিচ্ছিল হয় না, আর সেই সাথে ঝিরঝির বাদলে লেকের মধ্যে ঘুরার মজাটা একদমই অন্যরকম অনুভূতি প্রদান করতে আপনাকে।

থাকবেন কোথায়

এখানে আসলে থাকার ব্যবস্থা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। কেননা বিশাল এই পিকনিক স্পটে রয়েছে অনেক কটেজ যেগুলোতে আপনি রাত্রি যাপন করতে পারবেন খুব স্বাচ্ছন্দ্যের সাথেই। অবশ্য ভাড়া তুলনামূলকভাবে কাপ্তাই শহরের ছোট বড় হোটেলগুলোর তুলনায় একটু বেশি মনে হতে পারে, তবে প্রকৃতির এত কাছে সম্পূর্ণ নিরাপদের সাথে থাকার ব্যাপারে চিন্তা করলে হয়ত এই ভাড়া কিছুটা সহনীয় মনে হতে পারে।



বিভিন্ন কটেজগুলোতে ভাড়ায় বেশ কিছু তারতম্য থাকলেও এখানে নন এসি রুমগুলোতে দুইজনের জন্য ভাড়া পড়তে পারে দুই হাজারের মত। আবার আপনি যদি এসি রুম চান সেক্ষেত্রে চার হাজারের বেশি ভাড়া গুনতে হবে। আর আপনি যদি এখানে শুধু ঘুরতে চান এবং রাত্রি যাপন করতে না চান, তাহলেও সমস্যা নেই কাপ্তাইয়ে আরো বেশ কিছু হোটেল এবং রিসোর্ট আছে যেখানে আপনি রাত্রি জ্ঞাপন করতে পারবেন।

  • হোটেল গোল্ডেন হিল (Golden hill) 01820-304714
  • হোটেল গ্রিন ক্যাসেল (Green Castle) 61200
  • হোটেল লেক ভিউ (Lake View) 62063
  • হোটেল সুফিয়া (Hotel Sufiya) 62145

খাবেন কোথায়

কাপ্তাই এর এই লেক প্যারাডাইসে যদি আপনি এমনি ঘুরতে আসেন সেক্ষেত্রে এখানে খাবার ব্যবস্থা রয়েছে সহনীয় দামের মধ্যেই। আবার আপনি যদি অনেকজন নিয়ে পিকনিকে আসেন এখানে তাহলে চাইলে নিজেরা স্থানীয় বাজার থেকে বাজার করে রান্না করে খেতে পারবেন। যদিও এর জন্য আপনাকে আগেই কর্তৃপক্ষের সাথে আলাপ করে নিতে হবে।

আবার আপনি যদি রান্নার আয়োজনের ঝক্কি ঝামেলা এড়িয়ে শুধু নির্মল বিনোদনের জন্য পিকনিক করতে চান তাহলে লেক প্যারাডাইসের সাথে আগে থেকে জানিয়ে রাখতে হবে, তাহলে তারাও আপনার জন্য রান্না করে রাখবে। আর কি খাবেন না খাবেন, স্থানীয় খাবারের উপযোগিতা অনুযায়ী নিজেরাই মেন্যু পছন্দ করে নিতে পারবেন।

যাবেন কীভাবে

লেক প্যারাডাইস রিসোর্ট ও পিকনিক স্পটে যেতে হলে আপনাকে অবশ্যই প্রথমে কাপ্তাই চলে আসতে হবে। আর আপনি যদি ঢাকা অথবা সিলেট থেকে কাপ্তাই আসতে চান তাহলে আমাদের “কাপ্তাই ভ্রমণ” শিরোনামের লেখাটি পড়ে দেখুন, বিস্তারিত ভ্রমণ বিবরণ দেয়া আছে।



আর আপনি যদি চট্টগ্রাম থেকে এই লেক প্যারাডাইস পিকনিক স্পটে আসতে চান তাহলে চট্টগ্রাম বহদ্দারহাট বাসস্ট্যান্ড থেকে কাপ্তাইয়ের উদ্দেশ্যে কিছুক্ষণ পর পর ছেড়ে যাওয়া যে কোন একটি বাসে উঠে যেতে পারে। ভাড়া গুনতে হবে একশ টাকার মত।

কাপ্তাই নতুন বাজারে বাস থেকে নামার পর এখান থেকে আপনাকে সিএনজি নিয়ে নিতে হবে। স্থানীয় সিনএনজি রিজার্ভ করে আপনি নতুন বাজার থেকে খুব অল্প সময়ের মধ্যেই লেক প্যারাডাইস স্পটে চলে আসতে পারবেন। এতে আপনার খরচ হতে পারে একশ থেকে দেড়শ টাকার মত।

উল্লেখ্য, ঢাকা থেকে কাপ্তাই নতুন বাজার পর্যন্ত বাস রয়েছে অনেক। তবে সিলেট থেকে কাপ্তাই আসতে হলে আপনাকে প্রথমে চট্টগ্রাম চলে আসতে হবে। অতঃপর এখানে বহদ্দারহাট বাস টার্মিনালে করে পূর্ব নির্দেশনা অনুযায়ী লেক প্যারাডাইসে আসতে হবে।

সতর্কতা

  • এই স্পটে রাতে সাধারণত হাতির প্রচুর আনাগোনা থাকে। তাই সন্ধ্যার পর আপনি যদি এখানে ঘুরাঘুরি করতে চান তাহলে রিসোর্ট কর্তৃপক্ষের সাথে আলোচনা করে নিন।
  • এছাড়া আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে যে, আপনি হুট করে এখানে এসে থাকতে চাইলে কটেজ খালি নাও পেতে পারেন। আর তাই আপনাকে আগে থেকে বুকিং করে আসতে হবে। বুকিং করার জন্য আপনি এই নাম্বারে কল করতে পারেনঃ 01769772174

ভ্রমণ টিপস

  • যেখানে সেখানে ময়লা ফেলবেন না এতে প্রকৃতির ক্ষতি হয়।
  • আগে থেকেই রাত্রি যাপনের জন্য রুম বুকিং করে নিন।
  • ভ্রমণের সময় সাথে সবসময় আইডি কার্ড অথবা আইডি কার্ডের ফটোকপি রাখুন।

আশেপাশের অন্যান্য দর্শনীয় স্থান


শেয়ার করুন সবার সাথে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!