কক্সবাজারের ৫ স্টার হোটেল ভাড়া, বুকিং ও মোবাইল নাম্বার

5 star hotel in cox's bazar
শেয়ার করুন সবার সাথে

Cox’s Bazar Hotel 5 star

কক্সবাজার বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত এবং বাংলাদেশের পর্যটন রাজধানী। আর কক্সবাজারের নাম মনে আসতেই প্রথমেই মাথায় আসে হোটেল-মোটেল বা রিসোর্টের কথা। কেননা, কক্সবাজার তো আর ঘরের কাছেই না যে সকালে গিয়ে বিকালে বা রাতে ফিরলাম। অন্তত সমুদ্র আর সৈকতের সৌন্দর্য দেখতেও চাই দুটো দিন। তাই, থাকা-খাওয়ার ব্যবস্থা সম্পর্কে জানাটা অত্যাবশ্যক। আজকের আয়োজনে থাকছে কক্সবাজারের সকল পাঁচ তারকা হোটেল ( 5 star hotel in cox’s bazar )আর রিসোর্ট নিয়ে বিস্তারিত পর্যালোচনা।

Seagull Hotel, Cox’s bazar

হোটেল-মোটেল জোন, কক্সবাজার বীচ।

কক্সবাজারের অন্যতম সেরা বিলাসবহুল হোটেলের নাম সীগাল। সুগন্ধা পয়েন্টে অবস্থিত এই হোটেলের কামরা থেকেই সাগর, পাহাড় আর ঝাউবনের সৌন্দর্য উপভোগ করা যায়। কক্সবাজারের অভিজাত ডিলাক্স হোটেলের তালিকায়ও উপরের দিকেই রয়েছে সীগালের নাম।

কক্সবাজার বিমানবন্দর থেকে ৩.৪ কিলোমিটার, বাস টার্মিনাল থেকে ৪.১ কিলোমিটার, কলাতলী বীচ থেকে ২ কিলোমিটার, ইনানী বীচ থেকে ২৪.৬ কিলোমিটার দূরে অবস্থিত এই সীগাল হোটেল। যেখান থেকেই যেতে চান না কেন, হোটেল-মোটেল জোনের সুগন্ধা পয়েন্টেই আসলেই দেখতে পাওয়া যাবে এই দৃষ্টিনন্দন হোটেল। স্থানীয় বাহনের সুবিধা ছাড়াও হোটেল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে গাড়ির সুবিধা উপভোগ করতে পারবেন।

Hotel Seagull Cox’s Bazar Room Price & Booking

সর্বমোট ১৮২টি গেস্টরুম রয়েছে এই হোটেলে। যার মধ্যে রেগুলার রুম, ডিলাক্স রুম, স্যুইট রুম এবং মধুরিমা স্যুইট রুম রয়েছে। রেগুলার আর ডিলাক্স রুমগুলো আবার দুইভাগে বিভক্ত প্রাকৃতিক দৃশ্যভেদে। একপাশের রুমগুলো সমুদ্র দেখার উপযুক্ত তো অন্যপাশের গুলো পাহাড় দেখার জন্য।

রুম টাইপ  সিঙ্গেল/ডাবল  ভাড়া 
রেগুলার হিল সাইড বা পাহাড়মুখি সিঙ্গেল  ৫৮৫০/- টাকা হতে শুরু 
রেগুলার হিল সাইড বা পাহাড়মুখি ডাবল ৬৩২৪/- টাকা হতে শুরু
রেগুলার সী সাইড বা সমুদ্রমুখি  সিঙ্গেল  ৬২৪৫/- টাকা হতে শুরু 
রেগুলার সী সাইড বা সমুদ্রমুখি  ডাবল ৬৭১৯/- টাকা হতে শুরু 
ডিলাক্স হিল সাইড বা পাহাড়মুখি  সিঙ্গেল  ৭০৩৬/- টাকা হতে শুরু
ডিলাক্স হিল সাইড বা পাহাড়মুখি ডাবল ৭৫১০/- টাকা হতে শুরু
ডিলাক্স সী সাইড বা সমুদ্রমুখি  সিঙ্গেল  ৭৪৩১/- টাকা হতে শুরু
ডিলাক্স সী সাইড বা সমুদ্রমুখি  ডাবল ৭৯০৫/- টাকা হতে শুরু
স্যুইট রুম 
১৫০২০/- টাকা হতে শুরু
মধুরিমা স্যুইট 
৪৩৪৭৮/- টাকা হতে শুরু
  • হোটেল প্রাঙ্গনে: 

  • বার 
  • রেন্টাল কার 
  • ফ্রি ওয়াই-ফাই 
  • সংবাদপত্র 
  • কারেন্সি এক্সচ্যাঞ্জ 
  • বিজনেস সেন্টার 
  • কনফারেন্স এবং ব্যানকুইট হল 
  • লকার 
  • লন্ড্রি 
  • পাঁচটি বিশ্বম্নানের রেস্তোরাঁ 
  • ২৪ ঘণ্টা রুম সার্ভিস 
  • ফ্রি পার্কিং 
  • লাগেজ রুম 
  • এয়ারপোর্ট ট্রান্সপোর্ট 
  • বিমান এবং বাসের টিকেটিং সুবিধা 
  • প্রাইভেট বীচ 
  • রুম সার্ভিস: 

  • সেন্ট্রাল এয়ার কন্ডিশনড 
  • ঠাণ্ডা এবং গরম পানির সুব্যবস্থা 
  • ৪৮টি চ্যানেলসহ ক্যাবল নেটওয়ার্ক সংযুক্ত টিভি 
  • টেবিল ল্যাম্পসহ কাজ করার টেবিল 
  • হাই স্পীড ইন্টারনেট কানেকশন 
  • রুম সেফটি (স্যুইটের জন্য প্রযোজ্য) 
  • জরুরী প্রয়োজনে ডাক্তার 
  • মিনি বার 
  • আইডিডি টেলিফোন 
  • হোটেলের ভেতরে: 

  • হেয়ারড্রেসার 
  • ফিটনেস সেন্টার 
  • শপিং আর্কেড 
  • স্পা এবং ম্যাসাজ 
  • সুইমিং পুল 
  • সাইবার ক্যাফে 
  • কিডস জোন 
  • বিলিয়ার্ড ও পুল জোন

রংধনু, পারিজাত, নীহারিকা, অবসর পুল ক্যাফে, ঝর্ণা এবং মহুয়া নামে বিশ্বমানের পাঁচটি রেস্তরাঁতে খাবারের সুযোগ সুবিধা। কক্সবাজারে মধুচন্দ্রিমার ক্ষেত্রে দম্পতিদের প্রথম পছন্দ সীগাল হোটেল। 

Seagull Hotel Contact Number

Seagull Hotel Dhaka Office

হোয়াইট হাউজ হোটেল
১৫৫, শান্তিনগর, ঢাকা – ১২১৭
টেলিফোন – +৮৮ ০২৪ ৮৩২২৭৭৮ – ৯,
০২৪ ৮৩২২৭৮৩ – ৪,
মোবাইল – +৮৮ ০১৭৬৬৬৬৬৫৩৫ – ৩৯
ইমেইল – sales@seagullhotelbd.com

Cox’s Bazar Office

হোটেল-মোটেল জোন, কক্সবাজার।
টেলিফোন – +৮৮ ০৩৪১ ৬২৪৮০ – ৯০
মোবাইল – +৮৮ ০১৭৬৬৬৬৬৫৩০ – ৩৪
ইমেইল – reservations@seagullhotelbd.com
ওয়েবসাইট – http://www.seagullhotelbd.com

Chittagong Office
২১/২২ আখতারুজ্জামান সেন্টার (৭ম তলা)
আগ্রাবাদ কর্মাশিয়াল এরিয়া, চট্টগ্রাম – ৪১০০
মোবাইল – +৮৮ ০১৭৬৬৬৬৬৫৩৮
ইমেইল – salesctg@seagullhotelbd.com

Ocean Paradise Hotel, Cox’s bazar

২৮ – ২৯ হোটেল মোটেল জোন, কলাতলী রোড, কক্সবাজার।

কক্সবাজারের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের পাশাপাশি আধুনিক সুযোগ-সুবিধা, নান্দনিক ডিজাইন এবং বিশ্বমানের সেবা গ্রহণের জন্য হোটেল ওশান প্যারাডাইস লিমিটেড এর কোন তুলনা হয় না। বিলাসবহুল আর আরামদায়ক কক্সবাজার ট্যুরের জন্য ওশান প্যারাডাইস লিমিটেড একদম পারফেক্ট একটা পাঁচতারকা হোটেলের নাম।

কক্সবাজার বিমানবন্দর থেকে ৪.১ কিলোমিটার, বাস টার্মিনাল থেকে ২.৮ কিলোমিটার, কলাতলী বীচ থেকে আধা কিলোমিটার এবং ইনানী বীচ থেকে ২৩.৩ কিলোমিটার দূরত্বে অবস্তিত এই ওশান প্যারাডাইস। নিজস্ব, স্থানীয় এবং এমনকি হোটেলের সঙ্গে যোগাযোগ করে কক্সবাজারের যে কোন জায়গা থেকে আসা যাবে এই পাঁচ তারকা হোটেলে।

Ocean Paradise Room Price & Booking

সর্বমোট ২৯৬টি গেস্টরুম রয়েছে এই হোটেলে। যার মধ্যে ডিলাক্স, সুপেরিয়র ডিলাক্স, প্রিমিয়ার ডিলাক্স, এক্সিকিউটিভ প্রিমিয়ার ডিলাক্স, হানিমুন স্যুইট, জুনিয়র স্যুইট, এক্সিকিউটিভ স্যুইট, ক্রিয়েটিভ স্টুডিও এবং প্রেসিডেন্টাল স্যুইট রয়েছে।

রুম টাইপ  ধরন  ভাড়া 
ডিলাক্স বেলকনি ছাড়া ৯,০০০/- টাকা
ডিলাক্স বেলকনিসহ ১০,০০০/- টাকা
সুপেরিয়র ডিলাক্স হিল সাইড বা পাহাড়মুখি বেলকনি ছাড়া ১০,০০০/- টাকা
সুপেরিয়র ডিলাক্স সী সাইড বা সমুদ্রমুখি বেলকনিসহ ১২,০০০/- টাকা
প্রিমিয়ার ডিলাক্স হিল সাইড বা পাহাড়মুখি বেলকনি ছাড়া ১১,০০০/- টাকা
প্রিমিয়ার ডিলাক্স সী সাইড বা সমুদ্রমুখি বেলকনিসহ ১৪,০০০/- টাকা
এক্সিকিউটিভ প্রিমিয়ার ডিলাক্স বেলকনিসহ ১৫,০০০/- টাকা 
হানিমুন স্যুইট বেলকনিসহ ২৪,০০০/- টাকা 
জুনিয়র স্যুইট বেলকনিসহ ১৫,০০০/- টাকা
এক্সিকিউটিভ স্যুইট হিল সাইড বা পাহাড়মুখি ১৬,০০০/- টাকা 
এক্সিকিউটিভ স্যুইট সী সাইড বা সমুদ্রমুখি ১৮,৫০০/- টাকা
এক্সিকিউটিভ স্যুইট সী সাইড বা সমুদ্রমুখি বেলকনিসহ ২০,০০০/- টাকা
ক্রিয়েটিভ স্টুডিও বেলকনিসহ ৩৫,০০০/- টাকা
প্রেসিডেন্টাল স্যুইট বেলকনিসহ ৯০,০০০/- টাকা

উপরোক্ত ভাড়াগুলো সময়ে সময়ে বাড়তে কিংবা কমতেও পারে। তবে মোটামুটি রেঞ্জটা এমনই থাকবে। এবং রুমের ভাড়াগুলো ১০% সার্ভিস চার্জ এবং ১৫% ভ্যাটের সাপেক্ষে। চেক-ইনের সময় দুপুর ২টা অবধি এবং চেক-আউটের সময় বেলা ১২টা পর্যন্ত।

অন্যান্য সুযোগ-সুবিধাসমূহ 

  • সুইমিং পুল (ইনডোর ও আউটডোর)
  • চারটি বিশ্বমানের রেস্তোরাঁ 
  • ফিটনেস সেন্টার 
  • বার 
  • পুলসাইড বার 
  • ফ্রি পার্কিং 
  • স্পা, জাকুজি এবং ম্যাসাজ 
  • ফ্রি ওয়াই-ফাই 
  • কারেন্সি এক্সচ্যাঞ্জ 
  • বিজনেস সেন্টার 
  • কনফারেন্স এবং ব্যানকুইট হল 
  • লকার 
  • লন্ড্রি 
  • ২৪ ঘণ্টা রুম সার্ভিস 
  • ফ্রি পার্কিং 
  • লাগেজ রুম 
  • এয়ারপোর্ট ট্রান্সপোর্ট 
  • প্রাইভেট বীচ 
  • প্রাইভেট ব্যালকনি 
  • সেন্ট্রাল এয়ার কন্ডিশনড 
  • ঠাণ্ডা এবং গরম পানির সুব্যবস্থা 
  • ৪৮টি চ্যানেলসহ ক্যাবল নেটওয়ার্ক সংযুক্ত টিভি 
  • টেবিল ল্যাম্পসহ কাজ করার টেবিল 
  • হাই স্পীড ইন্টারনেট কানেকশন 
  • রুম সেফটি 
  • ইলেকট্রনিক সেফটি লকার 
  • জরুরী প্রয়োজনে ডাক্তার 
  • হেয়ারড্রেসার 

চাঁদনী লাউঞ্জ, কারি লিফ, কলাতলী ক্যাফে এবং পুল ক্যাফে নামে বিশ্বমানের চারটি রেস্তরাঁতে খাবারের সুযোগ সুবিধা। বিভিন্ন ইভেন্ট এবং স্পেশাল অফার চলাকালীন বিশেষ কিছু সুবিধা ভোগ করার সুযোগও রয়েছে।

Cox’s Bazar Office
২৮-২৯ হোটেল মোটেল জোন,
কলাতলী রোড, কক্সবাজার।
মোবাইল – +৮৮ ০৯৬১৯ ৬৭৫ ৬৭৫
ইমেইল – reservation@oceanparadisehotel.com
Chittagong Office
বাসা – ২, রোড – ২, লেন -৩, ব্লক – ক
হালিশহর এইচ/ই, পি. সি. রোড,
চট্রগ্রাম – ৪২১৮
মোবাইল – +৮৮ ০১৯৩৮৮৪৬৭৭০

Dhaka Office
বাসা – ৩বি (দ্বিতীয় তলা), রোড – ৪,
বনানী ডিওএইচএস, ঢাকা – ১২০৬
মোবাইল – +৮৮ ০১৯৩৮৮৪৬৭৭৮

Royal Tulip Hotel, Cox’s Bazar

জালিয়াপালং, উখিয়া, কক্সবাজার।

বিশ্বখ্যাত ফরাশী কোম্পানি ল্যুভর গ্রুপ অফ হোটেলসের ব্র্যান্ড চেইনে নির্মিত রয়্যাল টিউলিপ সী পার্ল বীচ রিসোর্ট অ্যান্ড স্পা কক্সবাজারের ইনানী সংলগ্ন। বিশ্বমানের সুযোগ-সুবিধা নিয়ে এই পাঁচ তারকা হোটেল এবং রিসোর্টটি অভিজাত, বিলাসবহুল এবং আরামপ্রিয় পর্যটকদের প্রথম পছন্দ।

কক্সবাজার বিমানবন্দর থেকে ২৯.৫ কিলোমিটার, বাস টার্মিনাল থেকে ২৭.২ কিলোমিটার, কলাতলী বীচ থেকে ২৫ কিলোমিটার এবং ইনানী বীচ থেকে ১.৭ কিলোমিটার দূরত্বে অবস্থিত এই রয়্যাল টিউলিপ। নিজস্ব, স্থানীয় এবং হোটেলের সঙ্গে কথা বলে তাদের পরিবহণে করেও আসা যাবে কক্সবাজারের যে কোন জায়গা থেকে।

উপরোক্ত ভাড়াগুলো সময়ে সময়ে বাড়তে কিংবা কমতেও পারে। তবে মোটামুটি রেঞ্জটা এমনই থাকবে। এবং রুমের ভাড়াগুলো ১০% সার্ভিস চার্জ এবং ১৫% ভ্যাটের সাপেক্ষে। চেক-ইনের সময় দুপুর ২টা অবধি এবং চেক-আউটের সময় বেলা ১২টা পর্যন্ত।

Royal Tulip Hotel Price & Booking

বাংলাদেশের সবচেয়ে বড় এই ইকো রিসোর্টে সর্বমোট ৪৯৩টি গেস্টরুম রয়েছে। প্রায় ১৫ একর জায়গা জুড়ে বিস্তৃত এই হোটেল এবং রিসোর্টের গেস্টরুমগুলো ১০টি ভিন্ন ক্যাটাগরিতে সাজানো। যার মধ্যে সুপেরিয়র হিল ভিউ বা পাহাড়মুখি, সুপেরিয়র সী ভিউ বা সমুদ্রমুখি, স্টুডিও, প্রিমিয়ার, এক্সিকিউটিভ স্যুইট (হিল এবং সী ভিউ), রয়্যাল ফ্যামিলি স্যুইট (সী ভিউ), রয়্যাল প্যারাডাইস স্যুইট এবং প্রেসিডেন্সিয়াল স্যুইট রয়েছে।

রুম টাইপ  ধরন  ভাড়া 
সুপেরিয়র গার্ডেন ভিউ বা বাগানমুখি ১১,০০০/- টাকা হতে শুরু
সুপেরিয়র  হিল ভিউ বা পাহাড়মুখি ১৪,০০০/- টাকা হতে শুরু
সুপেরিয়র  সী ভিউ বা সমুদ্রমুখি ১৫,০০০/- টাকা হতে শুরু
স্টুডিও সী ভিউ বা সমুদ্রমুখি ১৬,০০০/- টাকা হতে শুরু
প্রিমিয়ার সী ভিউ বা সমুদ্রমুখি ১৪, ৪৫০/- টাকা হতে শুরু
এক্সিকিউটিভ স্যুইট হিল ভিউ বা পাহাড়মুখি ১৬,৫০০/- টাকা হতে শুরু
এক্সিকিউটিভ স্যুইট সী ভিউ বা সমুদ্রমুখি ১৮,৫০০/- টাকা হতে শুরু
রয়্যাল ফ্যামিলি স্যুইট সী ভিউ বা সমুদ্রমুখি ৩২,০০০/- টাকা
রয়্যাল প্যারাডাইস স্যুইট সী ভিউ বা সমুদ্রমুখি ৪৫,০০০/- টাকা
প্রেসিডেন্সিয়াল স্যুইট সী ভিউ বা সমুদ্রমুখি ১,১৮,০০০/- টাকা

উপরোক্ত ভাড়াগুলো সময়ে সময়ে বাড়তে কিংবা কমতেও পারে। তবে মোটামুটি রেঞ্জটা এমনই থাকবে। বিশেষ করে অনলাইন বুকিংয়ে বেশ ভালো ছাড় পাওয়া যায়। এবং রুমের ভাড়াগুলো ১০% সার্ভিস চার্জ এবং ১৫% ভ্যাটের সাপেক্ষে। চেক-ইনের সময় দুপুর ২টা অবধি এবং চেক-আউটের সময় বেলা ১২টা পর্যন্ত।

অন্যান্য সুযোগ-সুবিধাসমূহ 

      • সুইমিং পুল (ইনডোর ও আউটডোর)
      • আটটি বিশ্বমানের রেস্তোরাঁ 
      • ফিটনেস সেন্টার 
      • বার 
      • ফ্রি পার্কিং 
      • স্পা, জাকুজি এবং ম্যাসাজ 
      • ফ্রি ওয়াই-ফাই 
      • কারেন্সি এক্সচ্যাঞ্জ 
      • বিজনেস সেন্টার 
      • কনফারেন্স এবং ব্যানকুইট হল 
      • লকার 
      • লন্ড্রি 
      • ২৪ ঘণ্টা রুম সার্ভিস 
      • ফ্রি পার্কিং 
      • লাগেজ রুম 
      • এয়ারপোর্ট ট্রান্সপোর্ট 
      • প্রাইভেট বীচ 
      • প্রাইভেট ব্যালকনি 
      • সেন্ট্রাল এয়ার কন্ডিশনড 
      • ঠাণ্ডা এবং গরম পানির সুব্যবস্থা 
      • ৪৮টি চ্যানেলসহ ক্যাবল নেটওয়ার্ক সংযুক্ত টিভি 
      • টেবিল ল্যাম্পসহ কাজ করার টেবিল 
      • হাই স্পীড ইন্টারনেট কানেকশন 
      • রুম সেফটি 
      • ইলেকট্রনিক সেফটি লকার 
      • জরুরী প্রয়োজনে ডাক্তার 
      • হেয়ারড্রেসার 
      • আউটডোর প্লে জোন 
      • ডীপ সী ফিশিং 
      • টেনিস ও ব্যাডমিন্টন কোর্ট 
      • প্যারাসেইলিং 
      • স্নোরকেলিং 
      • মুক্তমঞ্চ 
      • ওয়াটার পার্ক 
      • কিডস জোন 
      • বিলিয়ার্ড 

কসবা রেস্তোরাঁ, লেমনগ্রাস রেস্তোরাঁ, প্রানজি, কোকোলোকো, ওয়েভস, ফিশ অ্যান্ড গ্রিল রেস্তোরাঁ, পাঞ্চবোল কফি শপ, স্কুপস আইস ক্রিম পার্লার এবং ব্লিস বার। বিভিন্ন ইভেন্ট এবং স্পেশাল অফার চলাকালীন বিশেষ কিছু সুবিধা ভোগ করার সুযোগও রয়েছে।

Royal Tulip Hotel Contact Number

Cox’s Bazar
জালিয়াপালং, উখিয়া,
ইনানী, কক্সবাজার – ৪৭৫০।
মোবাইল – +৮৮ ০১৯৭০ ৬৬০০৬৬,
+৮৮ ০১৮৮৭ ৬৬০০৬৬
ইমেইল – resv.coxbazar@royaltulipbangladesh.com 

Chittagong Office
৫৫৩, এ এস টাওয়ার, অষ্টম তলা
প্রবর্তক সার্কেল, চট্টগ্রাম।
মোবাইল – +৮৮ ০১৮৪৪ ০১৬০১১

Dhaka Office
৮, পান্থপথ, পনের তলা
ইউটিসি টাওয়ার, ঢাকা – ১২১৫।
টেলিফোন – +৮৮ ০২ ৯১৪০৪৫৩-৪
মোবাইল – +৮৮ ০১৯৭০ ৬৬০০৬৬

Sayeman Beach Resort

মেরিন ড্রাইভ রোড, কলাতলী, কক্সবাজার।

এই রিসোর্টের রুমগুলোর ভাড়া ১০,০০০/- টাকা হতে শুরু এবং সর্বোচ্চ ৪৫,০০০/- পর্যন্ত। পাঁচ তারকা হোটেল হওয়ায় পাওয়া যাবে বিশ্বমানের সুযোগ-সুবিধা। বুকিংয়ের জন্য কল করুণ বা ভিজিট করুন – মোবাইল – +৮৮০ ১৭৫৫ ৬৯১৯১৭,

Long Beach Hotel

১৪, হোটেল-মোটেল জোন, কলাতলী, কক্সবাজার।

এই হোটেলে প্রিমিয়ার রুম, ডিলাক্স রুম, প্রিমিয়ার স্যুইট, হানিমুন স্যুইটসহ বিশ্বমানের সেবা নিয়ে প্রস্তুত এই হোটেলের রুমগুলো। ভাড়া ৭,০০০/- টাকা হয়ে শুরু এবং ৫০,০০০/- টাকা পর্যন্ত। বুকিংয়ের জন্য কল করুণ বা ভিজিট করুন – মোবাইল – +৮৮০ ১৭৫৫ ৬৬০০৫১,

Hotel The Cox Today

৭/২, কলাতলী রোড, কক্সবাজার।

পাঁচ তারকা এই মানের হোটেল রুমগুলোর ভাড়া ১০,০০০/- টাকা হতে শুরু এবং সর্বোচ্চ ৮০,০০/- টাকা পর্যন্ত। ডিলাক্স থেকে শুরু করে রয়্যাল বা প্রিমিয়াম স্যুইটও রয়েছে এখানে। বুকিংয়ের জন্য কল করুণ বা ভিজিট করুন – মোবাইল – +৮৮০ ১৭৫৫ ৫৯৮৪৪৯,

পরামর্শ ও সতকর্তাসমূহ:

উপরোক্ত সকল কিছুই বিশেষ করে রুম ভাড়া ও যোগাযোগ, হোটেলের নিজস্ব ওয়েবসাইট হতে সংগ্রহীত আর বাদবাকি তথ্য ইন্টারনেট হতে সংগ্রহীত। তাই বুকিং করার আগে অন্তত একবার হোটেলের ওয়েবসাইট থেকে ঘুরে আসাটা বুদ্ধিমানের কাজ হবে। করোনাকালে ঘুরতে বের হলেও সামাজিক দূরত্ব আর স্বাস্থ্যবিধি মেনে চলবেন। ঘুরতে গিয়ে যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলবেন না।

 

ছবিঃ Long Beach Hotel


শেয়ার করুন সবার সাথে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!