ঢাকা টু কক্সবাজার ট্রেনের সময়সূচি ও ভাড়ার তালিকা জানার জন্য সবাই আগ্রহী। কেন জানেন? কারণ কক্সবাজার বাংলাদেশের পর্যটনকেন্দ্রগুলোর মাঝে একনম্বরের আছে। আর সম্প্রতি বহুলপ্রতীক্ষিত ঢাকা টু কক্সবাজার ট্রেন সার্ভিস চালু হয়েছে।
ঢাকা থেকে কক্সবাজারের রেললাইনের আসল দূরত্ব ৪৩৯ কিলোমিটার। তবে লুপ লাইনসহ রেলপথের দূরত্ব ৫৩৫ কিলোমিটার। আর ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে কক্সবাজার পর্যন্ত এই দূরত্ব ৫৫১ কিলোমিটার।
আগে শুধু ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত ট্রেন চালু ছিল। এখন চট্টগ্রাম ও কক্সবাজারের মধ্যে ট্রেন সার্ভিস চালু হলো। এতে করে সরাসরি ঢাকা টু কক্সবাজার ট্রেন সার্ভিস চালু হলো। এর ফলে ঢাকা ও কক্সবাজারের মধ্যকার যোগাযোগ ব্যবস্থা আরও সহজ হলো। সময় ও ভাড়া দুটোই কমলো।
গত ১১ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রামের দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত ট্রেন লাইন উদ্বোধন করেন। আর ১ ডিসেম্বর থেকে ঢাকা টু কক্সবাজার রুটে এক জোড়া আ:ন্তনগর ট্রেন চলাচল শুরু করেছে।
ঢাকা টু কক্সবাজার ট্রেনের সময়সূচি
ঢাকা টু কক্সবাজার রুটে ঢাকা থেকেই প্রথম বানিজ্যিক ট্রেন চলা শুরু হয়। কক্সবাজার ও ঢাকার ট্রেন রুটে ৬ জোড়া ট্রেন চালানোর পরিকল্পনা থাকলেও আপাতত ১ জোড়া ট্রেন চালানো হচ্ছে। আর দক্ষিণ কোরিয়া থেকে আমদানি করা নতুন কোচ দিয়ে এই ট্রেন চালানো হয়।
কক্সবাজার এক্সপ্রেস
এই রুটে চলাচলকারী প্রথম ট্রেনটি হলো কক্সবাজার এক্সপ্রেস (৮১৩ ও ৮১৪ নম্বর ট্রেন)।
ঢাকা টু কক্সবাজার রুটে চলাচলকারী একমাত্র বানিজ্যিক ও আন্ত:নগর ট্রেন হলো কক্সবাজার এক্সপ্রেস। এই ট্রেনটি ৮১৩ ও ৮১৪ এই ২ টি নম্বরে চলবে।
★৮১৪ নম্বর ট্রেনটি চলবে ঢাকা থেকে কক্সবাজার রুটে। সোমবার ট্রেনটির সাপ্তাহিক ছুটির দিন।
ট্রেনটি ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে রাত ১০:৩০ মিনিটে যাত্রা শুরু করে কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যাবে। ভোর ৬:৪০ মিনিটে কক্সবাজার পৌঁছবে। এতে সময় লাগবে ৮ ঘণ্টা ১০ মিনিট। মাঝে চট্টগ্রাম পৌঁছে ২০ মিনিট যাত্রাবিরতি দিবে।
★৮১৩ নম্বর ট্রেনটি চলবে কক্সবাজার থেকে ঢাকা ফিরতি রুটে। মঙ্গলবার ট্রেনটির সাপ্তাহিক ছুটির দিন।
এই ট্রেনটি কক্সবাজার থেকে ঢাকা রুটে, কক্সবাজার আইকনিক রেলস্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে চট্টগ্রাম এসে যাত্রাবিরতি দিবে। এরপর ঢাকার বিমানবন্দর স্টেশনে ৫ মিনিট যাত্রাবিরতি দিয়ে কমলাপুর স্টেশনে পৌঁছবে।
ঢাকার উদ্দেশ্যে ট্রেনটি ছাড়বে দুপুর ১২:৩০ টায়। আর ঢাকায় পৌঁছাবে রাত ৯:১০ মিনিটে।
পর্যটন এক্সপ্রেস
★৮১৬ নম্বর ট্রেনটি চলবে ঢাকা থেকে কক্সবাজার রুটে। রবিবার ট্রেনটির সাপ্তাহিক ছুটির দিন।
ঢাকার কমলাপুর স্টেশন থেকে ভোর ৬:১৫ মিনিটে কক্সবাজার এক্সপ্রেস ছেড়ে যাবে কক্সবাজারের উদ্দেশ্যে।বিকাল ৩:০০ মিনিটে কক্সবাজার পৌঁছবে। এতে সময় লাগবে ৮ ঘণ্টা ৪৫ মিনিট।
★৮১৫ নম্বর ট্রেনটি চলবে কক্সবাজার থেকে ঢাকা ফিরতি রুটে। মঙ্গলবার ট্রেনটির সাপ্তাহিক ছুটির দিন।
ঢাকার উদ্দেশ্যে ট্রেনটি ছাড়বে রাত ৮:০০ টায়। আর ঢাকায় পৌঁছাবে ভোর ৪:৩০ মিনিটে।
ঢাকা থেকে কক্সবাজার ট্রেনের সময়সূচি
| ট্রেনের নাম | সাপ্তাহিক বন্ধের দিন | ঢাকা হতে ছাড়ার সময় | কক্সবাজার পৌঁছানোর সময় |
| কক্সবাজার এক্সপ্রেস | সোমবার | রাত ১০:৩০ মিনিট | সকাল ৬:৪০ মিনিট |
ঢাকা টু কক্সবাজার ট্রেনের ভাড়া
ঢাকা টু কক্সবাজার পথে চলাচলকারী (কক্সবাজার এক্সপ্রেস ) ট্রেনে ৭৮০ টি আসন রয়েছে। আর ১৬ টি কোচ রয়েছে। তবে চট্টগ্রামের যাত্রীদের জন্য ২০% আসন বা ২ টি কোচ বরাদ্দ থাকবে।
এসি সিটের সংখ্যা ৩৩০ টি ও নন এসি সিটের সংখ্যা ৪৫০ টি। ভাড়াও রাখা হয়েছে পরিমিত।
চার শ্রেণীর আসনে নিম্নোক্ত ভাড়া নির্ধারণ করা হয়েছে।যথা:
| আসনের ধরণ | টিকিটের মূল্য |
| নন এসি শোভন চেয়ার | ৬৯৫ |
| এসি স্নিগ্ধা চেয়ার | ১৩২৫ |
| এসি সিট | ১৫৯০ |
| এসি বার্থ | ২৩৮০ |
কীভাবে অনলাইনে ট্রেনের টিকিট বুকিং করবেন
ঢাকা টু কক্সবাজার ট্রেনের টিকিট অনলাইনেও পাওয়া যাবে। বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইট থেকে ই-টিকিট বুকিং দেওয়া যাবে।
https://eticket.railway.gov.bd এই সাইটে গেলে অনলাইনে ঢাকা টু কক্সবাজার ট্রেনের টিকিট বুকিং করা যাবে।
এছাড়াও মোবাইলে Rail Sheba এ্যাপস ইন্সটল করে ঢাকা টু কক্সবাজার ট্রেনের টিকিট বুকিং দিতে পারেন। এজন্য এই এ্যাপসে প্রথমে নিবন্ধন করে তারপর টিকিট কিনতে হবে।







