ঢাকা টু সিলেট বাসের ভাড়া, সময়সূচী ও কাউন্টার নাম্বার
শেয়ার করুন সবার সাথে
বাংলাদেশের উত্তর-পূর্বে অবস্থিত জেলা সিলেট দেশের অন্যতম প্রাকৃতিক সৌন্দর্য মণ্ডিত স্থান। প্রতিনিয়ত তাই অসংখ্য পর্যটক সিলেট ভ্রমণে ছুটে আসেন। সিলেট ভ্রমণের পন্থাগুলোর মধ্যে অন্যতম প্রধান হলো সড়কপথ। বাসে করেই অধিকাংশ মানুষ এই পথ পাড়ি দিয়ে থাকেন। আজ তাই আপনাদের জন্য হাজির হয়েছি রাজধানী ঢাকা থেকে সিলেটগামী বাসসমূহের বাসের ভাড়া, সময়সূচী ও কাউন্টার নাম্বারসহ যাবতীয় তথ্য নিয়ে।