লুইস ভিলেজ রিসোর্ট এন্ড পার্ক (Luis Village Resort & Park) এর অবস্থান জামালপুর সদরের বেলটিয়ায়। জামালপুর শহরের ভেতরেই পার্কটির অবস্থিত। ২০১৬ সালে পার্কটি নির্মাণ করা হয়। ১০ একর জায়গার ওপর নির্মিত গাছপালায় ঘেরা এই পার্কটির পরিবেশ সত্যিই মনোমুগ্ধকর। আধুনিক এই পার্কে আছে বিভিন্ন ধরণের আকর্ষণীয় রাইড এবং যাবতীয় সকল সুযোগ-সুবিধা। সব মিলিয়ে পার্কটি দেশের ভ্রমণপিয়াসুদের নিকট জনপ্রিয় হয়ে উঠেছে। আজকের এই আর্টিকেলে আপনাদের জন্য থাকছে লুইস ভিলেজ রিসোর্ট এন্ড পার্ক ভ্রমণে প্রয়োজনীয় সকল তথ্য।
সুযোগ – সুবিধাসমূহঃ
লুইস ভিলেজ রিসোর্ট এন্ড পার্কে আছে বাম্পার কার, মিনি ট্রেন, জেড কোস্টার, বোট রাইড, সুইং চেয়ার, ওয়ান্ডার হুইল সহ ৯ ধরণের রাইডের ব্যবস্থা। পার্কেটিতে রয়েছে রঙিন মাছ সংবলিত সুন্দর একটি পুকুর। এছাড়া এখানে আছে ফাস্টফুডের দোকান এবং রেস্টুরেন্ট। পার্কের অভ্যন্তরেই রয়েছে হস্তশিল্প পণ্যের দোকান। অনুষ্ঠানের জন্য একটি কনভেনশন সেন্টার রাখা হয়েছে এই পার্কটিতে। পার্কের পাশাপাশি রিসোর্ট হওয়ায় এখানে রাত্রিযাপনের সুব্যবস্থাও রয়েছে।
সময়সূচী ও প্রবেশমূল্য
পার্কটি সপ্তাহের ৭ দিন দর্শনার্থীদের জন্য সকাল ১০টা হতে রাত ৮টা পর্যন্ত উন্মুক্ত রাখা হয়। এখানের প্রবেশমূল্য জনপ্রতি ১০০ টাকা।
যাওয়ার উপায়
লুইস ভিলেজ রিসোর্ট এন্ড পার্কে যেতে চাইলে প্রথমেই চলে আসতে হবে জামালপুরে। রাজধানী ঢাকা হতে রেলপথ এবং সড়কপথে জামালপুর যাওয়া সম্ভব।
রেলপথঃ
রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে তিস্তা এক্সপ্রেস, জামালপুর এক্সপ্রেস, অগ্নিবীণা এক্সপ্রেস, যমুনা এক্সপ্রেস এবং ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনগুলো পর্যায়ক্রমে সকাল ৭ঃ৩০ মিনিট হতে সন্ধ্যা ৬ঃ১৫ মিনিট এর মধ্যে জামালপুরের উদ্দেশ্যে যাত্রা করে। ঢাকা থেকে ট্রেনে জামালপুর যেতে সময় লাগে ৪ ঘণ্টার কাছাকাছি। ভাড়া শ্রেণিভেদে ১৬০ টাকা থেকে ৪৩৭ টাকা পর্যন্ত হয়ে থাকে।
সড়কপথঃ
ঢাকার মহাখালী, কল্যাণপুর এবং কমলাপুর বাস টার্মিনাল হতে এনা, সৌদিয়া, বিআরটিসি এবং রাজিব পরিবহনের বাসে করে জামালপুর যেতে পারবেন।
জামালপুর শহর থেকে অটো কিংবা রিকশায় করে মাত্র ১৫ মিনিটের মধ্যে সহজেই চলে যেতে পারবেন লুইস ভিলেজ রিসোর্ট এন্ড পার্কে।
কোথায় থাকবেন
লুইস ভিলেজ রিসোর্টে আছে মোট ২৪টি সিঙ্গেল ও ডাবল রুম। সিঙ্গেল রুমের ভাড়া ৮,০০০ টাকা এবং ডাবল রুমের ভাড়া ১০,০০০ টাকা। এছাড়া জামালপুল সদরেও বেশ কিছু আবাসিক হোটেল পেয়ে যাবেন। নিম্নে কয়েকটি আবাসিক হোটেলের তথ্য প্রদান করা হলো –
হোটেল সৌদিয়া ইন্টারন্যাশনাল
অবস্থানঃ মেডিকেল রোড, জামালপুর
যোগাযোগঃ +880 1766-755755
হোটেল আল সামাদ
অবস্থানঃ স্টেশন রোড, জামালপুর
যোগাযোগঃ +880 1725-067720
হোটেল রায়ান ইন্টারন্যাশনাল
অবস্থানঃ মেডিকেল রোড, জামালপুর
যোগাযোগঃ +880 1735-544650
কোথায় খাবেন
পার্কটির ভেতরেই আছে ফাস্টফুডের দোকান এবং রেস্টুরেন্ট। সেখানেই পেয়ে যাবেন যাবতীয় খাবার আইটেম। এছাড়া জামালপুর শহরের নিরিবিলি হোটেল কিংবা অন্য যেকোনো রেস্তোরাঁ থেকে এখানের বিখ্যাত মিল্লি বা পিঠালির স্বাদ নিতে ভুলবেন না।