ম্যাজিক প্যারাডাইস পার্ক
ভ্রমণ কার না ভালো লাগে !
ছোট – বড় সকলের নিকট ভ্রমণ একটি নেশার মতো। শহরের ইট পাথরের বন্দিদশা থেকে মুক্ত হয়ে একটু স্বস্তির নিঃশ্বাস নিতে আমরা প্রায়শ বেড়িয়ে পড়ি নিজেকে কিছুটা হালকা করতে । আর সেটি যদি হয় রহস্য, রোমান্চ্ছ ঘেরা তাহলে তো কথাই নেই। ঢাকার খুব কাছে মাত্র ১০৮.৮ কি. মি দূরে রয়েছে ম্যাজিক প্যারাডাইস পার্কটি (Magic Paradise Park) এবং কুমিল্লা শহর থেকে যার দূরত্ব মাত্র ১০.৭ কি.মি। কুমিল্লা জেলার কোটবাড়ি এলাকায় অবস্থিত এই বিখ্যাত বিনোদনের প্রান কেন্দ্রটি। রুপকথার সম্রাজ্যের মতো এই পার্কটি দেখা মিলবে চিরচেনা কোটবাড়ি বনে। যার মূল ফটকটি করা হয়েছে বিশ্বের বিখ্যাত থিম পার্ক ডিজনিল্যান্ডের আদলে।
কি কি রয়েছে পার্কটিতে
১. ২০ টির বেশি রাইড
২. ডাইনোসর পার্ক
৩. ওয়াটার পার্ক
৪. সুবিশাল নাগরদোলা
দাবি করা হয় এটি বাংলাদেশের সবচেয়ে ব্ড় ওয়েব পুল। যেখানে রয়েছে কৃত্তিম ডাইনোসর, সেন্সর লাগানোর কারণে এগুলো মুভ করতে পারে এবং সাউন্ড সিস্টেম থাকার ফলে এগুলো গর্জন শুনে মনে হয় একেবারে জীবন্ত। যা ছোট-বড় সবাইকে রোমাঞ্চিত করে তোলে। ডাইনো অরণ্য প্রবেশে করে মনে হবে বর্তমানকে পিছনে ফেলে চলে এসেছেন হাজার বছরের পুরোনো যুগে।
যাওয়ার উপায়
ঢাকা থেকে কুমিল্লা আসতে সময় লাগবে ২-২:৩০ মিনিট। ঢাকা থেকে কুমিল্লা টমছমব্রিজগামী এশিয়া ট্রান্সর্পোট (ভাড়া ২৫০ টাকা),তিশা প্লাস (ভাড়া ২০০ টাকা), এছাড়াও এশিয়া এয়ারকন / রয়েল কোচ/ প্রিন্স (সেক্ষেত্রে ভাড়া পড়তে পারে ২৫০-৩০০ টাকা এসি এবং ১৫০-২৫০ নন- এসি) এই বাসগুলো দিয়ে এসে আপনি নেমে যাবেন কোটবাড়ি বিশ্বরোড।
তারপর সিএনজি বা অটো রিক্সা করে চলে যাবেন পার্কের গেটে। সময় লাগতে পারে ২৫-৩০ মিনিট এবং ভাড়া জনপ্রতি ৩৫-৪০ টাকা। কুমিল্লাগামী এই বাসগুলো আপনি ঢাকার যে কোনো জায়গা থেকে এসে পেয়ে যাবেন কমলাপুর অথবা সায়দাবাদ।
এছাড়াও রয়েছে ট্রেনে যাওয়ার ব্যবস্থা। চট্টগ্রামগামী সকল ট্রেন কুমিল্লা স্টেশনে থামে ( সুর্বনা এবং সোনার বাংলা ছাড়া ) ভাড়া জনপ্রতি ১০০-৩০০ টাকা।
আপনি যদি চট্টগ্রাম থেকে কুমিল্লা আসতে চান তাহলে সোদিয়া অথবা প্রিন্স বেছে নিতে পারেন। ঢাকাগামী যে কোনো বাসে করে আপনি আসতে পারেন এবং কুমিল্লায় এসে নেমে যাবেন।
এছাড়াও চট্টগ্রাম থেকে ট্রেনেও আপনি আসতে পারেন কুমিল্লায়। ঢাকাগামী যে ট্রেনগুলো রয়েছে শুধুমাত্র সোনার বাংলা এবং সুর্বনা ছাড়া বাকি যে কোনো ট্রেনে এসে আপনি নেমে যেতে পারেন কুমিল্লায়। আপনার সুবিধা অনুযায়ী বেছে নিন আপনার পছন্দের বাহনটি।
টিকিট
১. এন্ট্রি ফি- ২০০ টাকা যার সাথে রয়েছে ডাইনোসর ওয়ার্ল্ড দেখার সুযোগ।
২.ওয়াটার পার্ক-৩০০ টাকা।
৩. ভিতরে সকল রাইড -৫০ থেকে ১৫০ টাকার মধ্যে।
এছাড়াও রয়েছে প্যাকেজ সিস্টেম। আপনি চাইলে প্রবেশের সময় পছন্দসই প্যাকেজ নিয়ে রাইড উপভোগ করতে পারেন।
পার্কের সময়সূচি
পার্কটি সপ্তাহের প্রতিদিন খোলা থাকে এবং সকাল ৯:৩০ মিনিট থেকে সন্ধ্যা ৬:৩০ মিনিট পর্যন্ত খোলা থাকে।
খাবেন যেখানে
পার্কের ভিতরে খাবার নিয়ে যাওয়া নিষেধ। ভিতরে কিছু খাবারের দোকান এবং রেস্টুরেন্টে রয়েছে যেখানে রয়েছে ২০০-৩০০ টাকা মধ্যে বিভিন্ন ধরনের প্যাকেজ।
থাকবেন কোথায়
যারা সারাদিন ঘুরার পর রাতে থাকতে চান বা হাতে সময় নিয়ে দু’ একদিন থেকে পার্কটি উপভোগ করতে চান তাদের জন্য রয়েছে নবাব প্যালেস রিসোট। যেখানে রয়েছে বিভিন্ন ক্যাটাগরির ২০টির ও বেশি লাক্সারিয়াস রুম। যেটি ম্যাজিক প্যারাডাইস পার্কের আরেকটি বড় আর্কষণ।
বি.দ্র: সময়ের সাথে সাথে রাইডের ফি বাড়তে পারে। যান্ত্রিক জটিলতা কারণে কখনো কখনো পার্কটি বন্ধও থাকতে পারে, তাই অবশ্যই যাওয়ার আগে র্কতৃপক্ষের সাথে যোগাযোগ করে যাবেন।
যোগাযোগের নাম্বার :
01714-130945
01714-130946
এবং হাতে সময় থাকলে ঘুরে আসতে পারেন ইটাখোলা,শালবন বিহার,রুপবান মুড়াসহ আর কিছু দর্শনীয় স্থান।
ছবিঃ Md Imtiaz Mir