গাজীপুরের ২৫ টি রিসোর্টের ঠিকানা, ভাড়া, বুকিং ও মোবাইল নাম্বার

gazipur resort
শেয়ার করুন সবার সাথে

এক নজরে আর্টিকেলের শিরোনামসমূহ

Gazipur Resorts List & Package Price 2023

ঢাকার অদুরে, প্রকৃতির কাছে ছিমছাম পরিবেশ আর গোছালো উঠান, প্রিয় মুখ আর খোলা বারান্দা। কে না চায় স্নিগ্ধতায় পরিপূর্ণ এমন একটি ছুটির দিন? কি মনে হয়? শুধুই স্বপ্ন? কোথায় পাবেন কোলাহলপূর্ণ শহের এই স্নিগ্ধ পরিবেশ? চিন্তা নেই, আপনার ছুটির এই সময়গুলো পরিবার বা বন্ধুদের সাথে কাটাতে,শহরের প্রান্তে গাজীপুরেই রয়েছে ছোট বড় অসংখ্য রিসোর্ট (Gazipur Resort) ।

চলুন জেনে নেওয়া যাক গাজীপুরের জনপ্রিয় ২৫ টি রিসোর্ট সম্পর্কে প্রয়োজনীয় তথ্য। সাধ ও সামর্থের ভারসম্য ধরে রেখে আপনিও কাটিয়ে আসতে পারেন সস্তির কিছু সময়।

Nokkhottrobari Resort (নক্ষত্র বাড়ি রিসোর্ট)

গাজীপুরের মনোমুগ্ধকর এই রিসোর্টটির প্রতিষ্ঠাতা বাংলাদেশের অভিনয় জগতের দুই নক্ষত্র বিপাশা হায়াত ও তৌকির আহমেদ। ২৫ বিঘা জমি বিশিষ্ট এই রিসোর্টের বিশেষত্য বাশ ও ছনের তৈরী শীতাতপ নিয়ন্ত্রিত কটেজ। এখানে একইসাথে আপনি পাচ্ছেন প্রযুক্তি ও প্রকৃতির সংমিশ্রণ । এছাড়াও রয়েছে সুইমিংপুল, মুভি থিয়েটার, রেস্টুরেন্ট, কনফারেন্স রুম ইত্যাদি। রিসোর্টির সিকিউরিটি হিসেবে থাকছে ৪০ জন সার্বক্ষনিক নিয়োজিত কর্মচারী।

রুম ভাড়া ও বুকিং

হোটেল কমপ্লেক্সঃ 
টুইন (রেগুলার) – ৬,৯৫৭ টাকা (রাত প্রতি)
কাপল (রেগুলার) – ৬,৯৫৭ টাকা (রাত প্রতি)
কাপল (ডিলাক্স) – ৮,২২২ টাকা (রাত প্রতি)
ওয়াটার বাংলোঃ 
ডিলাক্স কটেজ – ১০,৭৫২ টাকা (রাত প্রতি)
ফ্যামিলি সুইট – ২০,২৪০ টাকা (রাত প্রতি)
প্রিমিয়াম সুইট – ২২,৭৭০ টাকা (রাত প্রতি)
ফ্যামিলি বাংলোঃ 
ফ্যামিলি বাংলো – ২৭,৮৩০ টাকা (রাত প্রতি)
ঠিকানাঃ চিনাশুখানিয়া গ্রাম, রাজাবাড়ি বাজার, শ্রীপুর, গাজীপুর
ফোনঃ +880 1772224281, +880 1772224282, +880 1977356165

আরও বিস্তারিত জানতে পড়ুন

Rajendra Eco Resort (রাজেন্দ্র ইকো রিসোর্ট)

ঢাকার অদূরে গাজীপুর থেকে সাত কিলোমিটার দূরে প্রাকৃতিক পরিবেশে ডুবে যেতে আছে “রাজেন্দ্র ইকো রিসোর্ট” শুহুরে পরিবেশে ক্লান্ত মানুষদের কথা চিন্তা করেই রাজেন্দ্র ইকো রিসোর্টের আবির্ভাব। ৮০ বিঘায় বিস্তৃত এই রিসোর্টে রয়েছে ২৬ টি কটেজ, সুইমিং পুল, কফিশপ, রেস্তোরা, সাইকেলিং ও মাছ ধরার জায়গা।

রুম ভাড়া ও বুকিং

ডে লং কাপলস – ৭০০০ টাকা (রাত প্রতি)
মাড হাউজ রুম – ৮,০০০ টাকা (রাত প্রতি)
প্লাটিনাম রুম – ৮,৫০০ টাকা (রাত প্রতি)
ঠিকানাঃ ভবানীপুর ১৭৪০, ঢাকা – ময়মনসিংহ মহাসড়ক, মাওনা।
ফোনঃ 01713638723, 01711-874018



রিসোর্টের মূল আকর্ষণ হিসেবে আছে তাদের নিজস্ব অর্গানিক ফার্মের ফল ও সবজি গ্রহনের সুযোগ। এছাড়াও রয়েছে অবজারভেশন টাওয়ার ও ঝুলন্ত বারান্দা। সেখানে দাড়িয়ে উপভোগ করতে পারেন রাজেন্দ্র রিসোর্টের পরিকল্পিত বনায়নের প্রাকৃতিক সৌন্দর্য্য। পাশাপাশি, দেখা মিলতে পারে জানা অজানা নানা ধরনের পাখির।

Chuti Resort (ছুটি রিসোর্ট)

শেয়ালের হাক, ঝিঝি পোকার ডাক, পাখির কিচিরমিচির ও জোছনা মাখা রাত একইসাথে উপভোগ করা। কী মনে হয়? ঢাকার অদূরে এসব পাওয়া অসম্ভব কিছু? এমন প্যাকেজ নিয়েই তৈরী করা হয়েছে ঢাকার কাছে গাজীপুরের জয়েদবপুরের সুকুন্দি গ্রামের ৫০ বিঘা জমি সংলগ্ন “ছুটি রিসোর্ট”। রিসোর্টটিতে একই সাথে পারবেন ছনের ঘরে ঘুমাতে আবার সুইমিংপুলের পানিতে সময় কাটাতে। রিসোর্টটিতে আরো আছে কনফারেন্স রুম, রেস্তোরা, বার্ড হাউজ, নার্সারী, ভেষজ বাগান, কিডস জোন। বড়দের খেলাধুলার জন্য রয়েছে আলাদা ব্যবস্থা। বেডমিন্টন, ক্রিকেট, ফুটবল সব ধরনের খেলার জন্য রয়েছে উপযুক্ত মাঠ। পরিবার পরিজন নিয়ে কিছু সস্তির সময় কাটানোর মতো উপযুক্ত একটি জায়গা হতে পারে ছুটি রিসোর্ট।

রুম ভাড়া ও বুকিং

উডেন কটেজ – ৮,০০০ টাকা (রাত প্রতি)
ভাওয়াল কটেজ – ১৩,০০০ টাকা (রাত প্রতি)
ফ্যামিলি কটেজ – ১৮,০০০ টাকা (রাত প্রতি)
ডুপ্লেক্স ভিলা – ৮,০০০ টাকা (রাত প্রতি)
প্রিমিয়াম ডুপ্লেক্স ভিলা – ১১,০০০ টাকা (রাত প্রতি)
ডিলাক্স টুইন – ৭,৫০০ টাকা (রাত প্রতি)
প্রিমিয়াম টুইন – ৮,০০০ টাকা (রাত প্রতি)
প্লাটিনাম কিং – ৯,০০০ টাকা (রাত প্রতি)
এক্সিকিউটিভ সুইট – ১৪,০০০ টাকা (রাত প্রতি)
রয়েল সুইট – ১৮,০০০ টাকা (রাত প্রতি)
ঠিকানাঃ সুকুন্দি, আমতলী, জয়দেবপুর, গাজীপুর ।
ফোনঃ 01777-114488, 01777-114499, 01951-537777

Jol O Jongoler Kabbo (জল ও জংগলের কাব্য)

দিনে যেয়ে দিনে ঘুরে আসার মতো রিসোর্টগুলোর মধ্যে অন্যতম একটি “জল জংগলের কাব্য”। রিসোর্টি তৈরী হয়েছে ৯০ বিঘা জমির উপর প্রাকৃতিক পরিবেশকে প্রাধান্য দিয়ে। জল জংগলের কাব্য রিসোর্টটি স্থানীয়দের কাছ্র পাইলট বাড়ি নামেও খ্যাত। এখানে আপনি একদিকে যেমন পাচ্ছেন বিলে বলে মাছ ধরার সুযোগ তেমনি জোছনামাখা রাতে নিস্তব্ধতা মুখর মুহুর্ত। রিসোর্টির অন্যতম আকর্ষণ প্রাকৃতিক ভাবে নিজেদের চাষ করা সবজি ও ফল ধারা আপ্যায়ন করা হয় অতিথিদের। নাইট স্টে করতে চাইলে সেজন্যও রয়েছে পর্যাপ্ত ব্যবস্থা।

প্যাকেজ খরচ

ডে প্যাকেজ – ১,৫০০, ২,০০০ ও ৩,৫০০ (জনপ্রতি)
নাইট প্যাকেজ – ৪,৫০০, ৫,৫০০ (জনপ্রতি)
ঠিকানাঃ পুবাইল পাইলট বাড়ি, ডেমুরপাড়া, জয়দেবপুর – পুবাইল রোড, গাজীপুর ৭৮০০
ফোনঃ 01885-007777, 01919-78224

Spring Valley Resort (স্প্রিং ভ্যালী রিসোর্ট)

নগর জীবনের অবসাদ মুক্ত, মনোরম পরিবেশে গড়ে উঠেছে গাজীপুরের সালতানাতে ১২ বিঘা জমি বিশিষ্ট “স্প্রিং ভ্যালী রিসোর্ট”। দিনভর নৌকায় ঘুরে বেড়ালেন, বরশিতে মাছ ধরলেন, সেই মাছ দুপুরে খাবার পাতে পাচ্ছেন। দারুন না বিষয়টা? ছুটির দিনের পূর্ণতা যেনো এই ছোট ছোট মুহুর্তেই লুকিয়ে আছে। তাই প্রকৃতির কাছে পরিবার ও বন্ধুদের নিয়ে সারাদিন মেতে থাকার মতো পরিবেশ দিচ্ছে স্প্রিং ভ্যালী রিসোর্টটি। সাথে থাকছে সব ধরনের সুবিধা সহ ছোট বড় কটেজ, সুইমিং পুল, খেলার মাঠ, বাগান ও দৃষ্টি নন্দিত দৃশ্য। তাই প্রকৃতির কাছে শহরের অদুরে এই মুগ্ধকর পরিবেশে কাটিয়ে আসতে পারেন মনে রাখার মতো কিছু মুহুর্ত।

প্যাকেজ খরচ

ডে প্যাকেজ – ১,৫০০ টাকা (জনপ্রতি)
ঠিকানাঃ টেক কাথোরা, মৈশান বাড়ি বাজার, সালনা, গাজীপুর
ফোনঃ 01689-777444, 01873-111999

Shohag palli (সোহাগ পল্লী রিসোর্ট)

আধুনিকতার আবেশ, শৈল্পিক ছোয়া ও প্রাকৃতিক পরিবেশ তিনটি দিক মাথায় রেখে গাজীপুরের কালামপুর গ্রামে দশ একর বিশিষ্ট ছিমছাম গোছানো একটি রিসোর্ট “সোহাগ পল্লী রিসোর্ট”। এখানে আপনি দেখতে পাবেন একই সাথে গড়ে উঠা শৈল্পিক ছোয়া আর প্রযুক্তির মনোমুগ্ধকর মিশ্রন। অতিথিদের জন্য রয়েছে সব ধরনের সুযোগ সুবিধা। রেস্তোরা, কনফারেন্স রুম, কফি শপ, সুইমিং পুল থেকে শুরু করে পরিকল্পিত লেক, বাগান, উচু পাহার, নানা ধরনের ভাস্কর্য ধারা সজ্জিত পরিবেশ।




এছাড়াও মূল আকর্ষণ হিসেবে আছে ঝুলন্ত সাকো, লেক ভিউয়িং রেস্তোরা ও ছবি তোলার মতো দৃষ্টি নন্দিত পরিবেশ। ছিমছাম এই রিসোর্টটি হতে পারে আপনার প্রথম পছন্দ।

রুম ভাড়া

ফ্যামিলি ভিলা – ১৫,০০০ টাকা (রাত প্রতি)
লেকফ্রন্ট কটেজ – ৭,০০০ টাকা (রাত প্রতি)
পুলসাইড সুইট – ১২,০০০ টাকা (রাত প্রতি)
ডিলাক্স রুম – ৬,০০০ টাকা (রাত প্রতি)
স্ট্যান্ডার্ড রুম – ৫,০০০ টাকা (রাত প্রতি)
ঠিকানাঃ কালামপুর, কালিয়াকৈর, চন্দ্রা, গাজীপুর
ফোনঃ 01321-213232, 01321-156888

Ananda Park Resort (আনন্দ রিসোর্ট)

ঢাকার খুব নিকটে গাজীপুরের সফীপুরে, পরিবার পরিজনদের সাথে কাটানোর মতো অতুলনীয় পরিবেশের সাথে গড়ে উঠেছে “আনন্দ রিসোর্ট”। দিনে যেয়ে দিনে ঘুরে আসার মতো সকল ব্যবস্থাই পাবেন ৪২ বিঘা জমি বিশিষ্ট এই রিসোর্টে। সাথে আছে নানা ধরনের ফুলের বাগান, ভেষজ গাছের সমারোহ ও সুইমিং পুলে সময় কাটানোর সুযোগ। রিসোর্টটিতে রয়েছে বাচ্চাদের জন্য খেলার সুব্যবস্থা, বিভিন্ন ধরনের রাইডস। এছাড়া বিলের ধারে মাছ শিকার করতে চাইলে তারও ব্যবস্থা রয়েছে এখানে। আরও আছে ছয়টি নন এসি কটেজ,২৪ ঘন্টা রুম সার্ভিস ও গাড়ি পার্কিংয়ে সুবিধা। শুধু দিনে নয়, অতিথিদের জন্য রাত্রিযাপনের পর্যাপ্ত সুবিধা নিশ্চিত করবে আনন্দ রিসোর্ট।

রুম ভাড়া

৩,০০০ – ১৪,০০০ টাকা (রাত প্রতি)
ঠিকানাঃ তালতলী, সফিপুর, কালিয়াকৈর, গাজীপুর
ফোনঃ +880131-5091233, 01717-401919

Sarah Resort (সারাহ রিসোর্ট)

গাজীপুরের রাজবাড়ীতে ২০০ বিঘা জমি সংলগ্ন পাঁচ তারকা সারাহ রিসোর্টটিতে রয়েছে সকল ধরনের সুযোগ-সুবিধা ৷ জিম, সুইমিং পুল, মুভি থিয়েটার থেকে শুরু করে কিডস জোন, ইনডোর আউটডোর গেইম, বোট রাইডিং,বাফেট লাঞ্চ সবকিছুই পাচ্ছেন এই রিসোর্টে। এখানে আরও আছে দিন ও রাত্রি যাপনের আলদা প্যাকেজ। এই রিসোর্টটিতে অতিথিদের জন্য রয়েছে ছয়টি রাজকীয় ধাচে তৈরী বাংলো। এখানে আছে রিভার ভিউ টাওয়ার ও ওয়াটার লজ। রিসোর্টটির মনোরম পরিবেশে হারিয়ে যেতে কাটাতে পারেন যেতে পারেন রিভার ভিউ টাওয়ারে। ব্যয়বহুল এই রিসোর্টটি তৈরী হয়েছে সকল বয়সের অতিথিদের চাহিদা মাথায় রেখে। তাই,বন্ধু-বান্ধব অথবা পরিবার পরিজনের সাথে রাজকীয়তায় পরিপূর্ণ ছুটির দিন কাটাতে সারাহ রিসোর্ট হতে পারে প্রথম পছন্দ।

রুম ভাড়া

এনসিয়েন্ট মাড হাউজ – ৮,৫০০ টাকা (রাত প্রতি)
ওয়াটার লজ – ১১,০০০ টাকা (রাত প্রতি)
প্রিমিয়াম ভিলা – ১৩,৫০০ টাকা (রাত প্রতি)
ভিলা সুইট – ১৪,০০০ টাকা (রাত প্রতি)
টু বেডরুম সুইট – ২৫,০০০ টাকা (রাত প্রতি)
প্রেসিডেন্সিয়াল ভিলা – ৬৫,০০০ টাকা (রাত প্রতি)
ঠিকানাঃ দিঘিরচালা রোড, রাজাবাড়ি, গাজীপুর
ফোনঃ +880 198 000 3000, +8801958 600 303-307

Dream Square Resort (ড্রিম স্কয়ার রিসোর্ট)

গাজীপুরের অদূরে আজহিরচিলা গ্রামে ১২০ বিঘা জমি নিয়ে গড়ে উঠেছে বহুল জনপ্রিয় রিসোর্ট “ড্রিম স্কয়ার রিসোর্ট”। প্রকৃতির খুব কাছে সবুজের বুকে কাটানোর মতো সকল সুবিধা রয়েছে এখানে। একদিকে আপনি যেমন দেখতে পাচ্ছেন নানা ধরনের ফুল ও ভেষজ গাছের বাগান, অন্যদিকে আছে আধুনিকতায় ঘেরা সকল ব্যবস্থা। রিসোর্টের অন্যতম দিক হলো, এখানে আপনি তাদের নিজস্ব চাষকৃত ভেজালমুক্ত খাবার খেতে পারবেন। ঘুরে আসতে পারবেন তাদের তেলের ঘানি, হ্যাচারি, ডেইরি ফার্ম, সার প্লান্ট, বায়োগ্যাস প্লান্ট। তাদের রেস্তোরাগুলোর খাবার উপকরণ সম্পুর্ন নিজেদের চাষাবাদের ফসল। তাই, অতিথিরা এখানে নিশ্চিন্তে উপভোগ করতে পারেন যে কোনো ধরনের খাবার। রাত্রিযাপনের জন্য রয়েছে ২০ টি উন্নতমানের অত্যাধুনিক কটেজ। আছে শীতাতপনিয়ন্ত্রিত ব্যবস্থা, ২৪ঘন্টা ওয়াইফাই ও সুসজ্জিত সুইমিংপুল।

রুম ভাড়া

মাড হাউজ কিং – ৮,৫০০ টাকা (রাত প্রতি)
ডিলাক্স কিং – ১০,৫০০ টাকা (রাত প্রতি)
প্রিমিয়াম কিং – ১৫,৫০০ টাকা (রাত প্রতি)
এক্সিকিউটিভ ভিলা – ২০,৫০০ টাকা (রাত প্রতি)
প্রেসিডেন্সিয়াল ভিলা – ৫০,০০০ টাকা (রাত প্রতি)
ঠিকানাঃ চকপাড়া, মেডিকেল মোড়, মাওনা, শ্রীপুর, গাজীপুর-১৭৪০
ফোনঃ 01401-020202, 02-48311749

Rangamati Waterfront Resort (রাঙামাটি রিসোর্ট)

গাজীপুরের সিনবাহ এলাকায় ৬০ বিঘা জমির উপর ভাওয়ার শালবনের ভেতরে ঘরে উঠেছে “রাঙামাটি রিসোর্ট”। নাম শুনে মনে হতে পারে পাহার ও পর্বত থিমে তৈরী রিসোর্ট এটি। তবে বাস্তবে এখানে পাহার পর্বত দেখতে পাবেন না আপনি ৷ এখানে পাচ্ছেন সুইমিংপুল, বাগান, ভেষজ নানা গাছের পরিকল্পিত বন। শিশুদের জন্য আছে থ্রি ডি গেইম ও মুভির সুবিধা।



অতিথিদের খেলার জন্য রয়েছে সুবিস্তীর্ণ মাঠ ও ইনডোর গেইমিং জোন। রিসোর্টের মূল আকর্ষণ হিসেবে আছে ঝুলন্ত ব্রীজ। ছবি তুলতে ও ভালো সময় কাটাতে চলে যেতে পারেন বিকেলে এই ঝুলন্ত ব্রীজে। আরও আছে একটি সুসজ্জিত সুইমিংপুল, কনফারেন্স রুম ও খাবার হোটেল।

রুম ভাড়া

ডিলাক্স সুইট – ৭,০০০ টাকা (রাত প্রতি)
সিঙ্গেল সুইট – ৫,০০০ টাকা (রাত প্রতি)
ফোনঃ 01811-414080, 01811-414074
ঠিকানাঃ সিনাবহ বাজার, সফিপুর, কালিয়াকৈর, গাজীপুর

Nuhash Polli (নুহাশ পল্লী)

গাজীপুরের নুহাশপল্লির নাম জানে না এমন মানুষ বাংলাদেশে পাওয়া দুষ্কর। জনপ্রিয় কথাসাহিত্যিক ও চলচিত্র নির্মাতা হুমায়ুন আহমেদের তৈরী ৯০ বিঘা জমি বিশিষ্ট এই রিসোর্টটি দেখা যায় তার ছবি ও নাটকে। হুমায়ূন আহমেদের তৃতীয় সন্তান এবং প্রথম পুত্র নুহাশ হুমায়ুনের নামে গড়ে উঠেছে এই নুহাশপল্লি। এখানে প্রতিটি ভাস্কর্য ও সাজে খুজে পাবেন হুমায়ুন আহামেদের রুচিশীলতার পরিচয় যা ফুটে উঠেছে তার বইয়ে ও ছবিতে। সেই নুহাশপল্লির অপরূপ সৌন্দর্য্য উপভোগ করতে যেতে চলে যেতে পারেন ছিমছাম এই পরিবেশে। তবে ডিসেম্বর থেকে ফ্রেব্রুয়ারী পর্যন্ত অনুমতি পাওয়া যায় এই রিসোর্টে বনভোজন আয়োজনের। গাছাবড়ি, বিশাল ঘাট, লেক, সুইমিংপুল, কটেজ এক কথায় হুমায়ুন আহমেদের কল্পিত সকল ছোয়া খুজে পাবেন এই রিসোর্টটিতে।
ঠিকানাঃ নুহাশ পল্লী রোড, পিরুজালী, গাজীপুর
ফোনঃ 01911-920666

Puspodam Picnic Spot (পুষ্পদাম পিকনিক স্পট)

গাজীপুরের বাঘের বাজারে বিশাল জায়গা নিয়ে অবস্থিত “পুষ্পদাম পিকনিক স্পট”। ঢাকা থেকে মাত্র ৫৫ কিলোমিটার দূরে হওয়ায় একদিনে যেয়ে ঘুরে আসার মতো পরিবেশ এটি। এখানে রয়েছে অতিথিদের থাকার জন্য সর্বোচ্চ সুবিধা জনিত কটেজ, রেস্টরুম, রান্নাঘর। কটেজগুলো যথেষ্ট ছিমছাম ও গোছানো। ফুল দিয়ে ঘেরা এই কটেজগুলোর পাশে আপনি দেখতে পাবেন নানা রং ও ধরনের ফুলের বাগান। পাশাপাশি আরও আছে বেশ কয়েকটি কৃত্তিম ঝর্ণা ও সুমিংপুল। প্রকৃতির ছোয়া অক্ষুণ্ণ রাখতে আছে পরিকল্পিত দেশি বিদেশি গাছের সমাহার।
ঠিকানাঃ বাঘের বাজার, জয়দেবপুর, গাজীপুর
ফোনঃ 01750-002770, 02-57164531

Angana Resort (অঙ্গনা রিসোর্ট)

প্রাকৃতিক সৌন্দর্য ও মনোমুগ্ধকর পরিবেশ নিয়ে তৈরী “অঙ্গনা রিসোর্ট”। গাজীপুরের সুর্য্য নারায়নপুরে ২০০৪ সালে ১৮ বিঘা জমি নিয়ে গড়ে উঠেছে সুবিস্তীর্ণ এই রিসোর্ট। নগরজীবনের ক্লান্তি ভূলে সবুজের কোলে কিছু সময় কাটাতে চাইলে ছুটে যেতে পারেন এখানে। অঙ্গনায় পাচ্ছেন সুসজ্জিত বাগান, ছিমছাম লেক, নার্সারী, বাগান ও কটেজ। এই সুসজ্জিত রিসোর্টের মালিক বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী রুনা লায়লার ভাই সৈয়দ আল মুরাদ। ছুটির দিনে স্নিগ্ধ সময়ের কথা চিন্তা করেই বিশাল পরিসরে সকল ধরনের সুযোগ সুবিধা নিয়ে তৈরী হয়েছে অঙ্গনা রিসোর্ট।

রুম ভাড়া

৫,০০০ টাকা (রাত প্রতি)
ঠিকানাঃ দাইবাড়ি রোড, সূর্যনারায়ণপুর, কাপাসিয়া, গাজীপুর
ফোনঃ 01711-182626, 01894-803511

Arshinagar Holiday Resort (আরশিনগর হলিডে রিসোর্ট)

গাজীপুর ভাওয়ালে অত্যাধুনিক সব সুবিধা ও সুবিস্তীর্ণ সবুজের মাঝে গড়ে উঠেছে “আরশিনগর হলিডে রিসোর্ট”।



ঢাকা থেকে মাত্র ৩০ কিলোমিটার দূরে হওয়ায় একদিনের ভ্রমনের জন্য উপযুক্ত জায়গা এটি। এখানে আপনি একই সাথে বিলের পাশে বসে মাছ ধরতে পারবেন আবার শীতাতপনিয়ন্ত্রিত কটেজে ক্লান্তি দূর করতে পারবেন। ছিমছাম এই জায়গায় ফুলের বাগান ও গাছ গাছালিতে হারিয়ে যেতে দুর দুরান্ত থেকে ছুটে আসে অতিথিরা। তাদের সার্বক্ষনিক দেখাশোনার জন্য রয়েছে বিশ্বস্ত কর্মচারী। গাড়ি পার্কিং, ওয়াইফাই, সুইমিংপুল সকল কিছুই পাচ্ছেন গাজীপুরের এই আরিশিনগর হলিডে রিসোর্টে।

রুম ভাড়া

রয়েল এক্সিকিউটিভ – ৬,৫০০ টাকা (রাত প্রতি)
এসি ডিলাক্স – ১৮,০০০ টাকা (রাত প্রতি)
ঠিকানাঃ উত্তর ছায়াবীথি, পাজুলিয়া, জয়দেবপুর, গাজীপুর
ফোনঃ 01626-462662, 01976-462665

Greentech Resort (গ্রীনটেক রিসোর্ট)

গাজীপুরের ভবানীপুরে ছয় একর জায়গা নিয়ে গড়ে উঠেছে চমৎকার এই “গ্রীনটেক রিসোর্ট”। সুবিশাল পরিসরে প্রকৃতি ও সবুজের আবরণে তৈয়ার এই রিসোর্টে আপনি পাবেন সকল ধরনের সুবিধা। অতিথিদের জন্য রয়েছে গাড়ি পার্কিংয়ের বিশাল জায়গা। থাকার জন্য আছে ৭৩ টি আধুনিক সুবিধামন্ডিত রুম। আরো আছে সুইমিংপুল, অডিটোরিয়াম, ডাইনিং হল, পুকুর ও রং বেরংয়ের ফুলের বাগান। সুসজ্জিত এই রিসোর্টে আপনি পাচ্ছেন ২৪ ঘন্টা ওয়াইফাই কানেকশন। তাই পরিবার অথবা বন্ধুদের সাথে ছুটির দিনটি কাটাতে ছুটে যায় অসংখ্য মানুষ। রাত্রিযাপনের ও খাবারের জন্যেও রয়েছে এখানে আলাদা ব্যবস্থা ৷
রুম ভাড়াঃ
ডিলাক্স কুইন – ৪,০০০ টাকা (রাত প্রতি)
ডিলাক্স টুইন – ৫,০০০ টাকা (রাত প্রতি)
ওয়াটার কটেজ – ৬,০০০ টাকা (রাত প্রতি)
ফোনঃ 01777-737351, +8801777737363
ঠিকানাঃ ভবানীপুর, ঢাকা – ময়মনসিংহ হাইওয়ে, গাজীপুর

ভাওয়াল রিসোর্ট এন্ড স্পা

ভাওয়াল রিসোর্ট গাজীপুরের সেরা রিসোর্টগুলোর মধ্যে অন্যতম। ওয়াই-ফাই, কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, জিম সহ নানা সুযোগ-সুবিধা রয়েছে এই রিসোর্টে। এর পাশাপাশি রিসোর্টটিতে অবস্থানকারীদের জন্য রয়েছে স্পা এর সুব্যবস্থাও।

রুম ভাড়া

ওয়ান বেডরুম ভিলা – ১৩,৮০০ থেকে ১৬,১০০ টাকা (রাত প্রতি)
ওয়ান বেডরুম সুইট – ১৮,৪০০ টাকা থেকে ২০,৭০০ (রাত প্রতি)
টু বেডরুম সুইট – ২৭,৬০০ থেকে ৩২,২০০ টাকা (রাত প্রতি)
ফোনঃ 01871-004007, +880-1871004015, +880-9611400700
ঠিকানাঃ নলজানি, মির্জাপুর, বাড়ইপাড়া, গাজীপুর

গ্রীন ভিউ গলফ রিসোর্ট

গ্রীন ভিউ গলফ রিসোর্ট এর মূল আকর্ষণ হলো এর গলফ কোর্স। গলফ ছাড়াও ব্যাডমিন্টন, পুল, টেবিল টেনিস সহ বিভিন্ন ধরণের খেলাধুলার মাধ্যমে বিনোদন লাভের ব্যবস্থা করা হয়েছে এই রিসোর্টে। পাশাপাশি রিসোর্টটির রুমগুলোও বেশ সুসজ্জিত।

রুম ভাড়া

স্ট্যান্ডার্ড রুম – ১০,০০০ টাকা (রাত প্রতি)
ডিলাক্স ভিলা – ১৬,৫০০ টাকা (রাত প্রতি)
সুইট – ১৮,৫০০ টাকা (রাত প্রতি)
সোয়ান ভিলা – ২০,০০০ টাকা (রাত প্রতি)
ঠিকানাঃ আনসার রোড, ভাংনাহাটি, শ্রীপুর, গাজীপুর
ফোনঃ 09614733684, +8801844050095

রিভেরি হলিডে রিসোর্ট

গাজীপুরের বাজেট রিসোর্টগুলোর মধ্যে অন্যতম একটি হলো রিভেরি হলিডে রিসোর্ট। কম খরচের মধ্যে ঘুরে আসার জন্য বেশ সুন্দর একটি রিসোর্ট এটি। এখানের পুকুরে নৌকা ভ্রমণ এবং পুকুর থেকে মাছ ধরে বারবিকিউ করে খাওয়ার সুবিধাও পেয়ে যাবেন।

রুম ভাড়া

স্ট্যান্ডার্ড রুম – ৪,০০০ টাকা (রাত প্রতি)
ডিলাক্স রুম – ৫,০০০ টাকা (রাত প্রতি)
ফ্যামিলি রুম – ৬,০০০ টাকা (রাত প্রতি)
প্রিমিয়াম রুম – ৬,০০০ টাকা (রাত প্রতি)
ঠিকানাঃ টেক কাথোরা, মৈশান বাড়ি, সালনা,গাজীপুর ১৭০৩
ফোনঃ 01705-566335, 01705-566336

পুবাইল রিসোর্ট ক্লাব

পুবাইল রিসোর্ট ক্লাব বেশ সুন্দর এবং পরিপাটি একটি রিসোর্ট। বিভিন্ন বাজেটের ট্রাভেলারদের কথা মাথায় রেখে আবাসন ব্যবস্থা করা হয়েছে এই রিসোর্টে। বোটিং এর ব্যবস্থা, জিম, সুইমিং পুল এবং বাচ্চাদের খেলার জন্য পৃথক জায়গা রয়েছে রিসোর্টটিতে।

রুম ভাড়া

ডিলাক্স কাপল রুম – ৬,০০০ টাকা (রাত প্রতি)
সুপেরিয়র ডিলাক্স কাপল রুম – ৮,০০০ টাকা (রাত প্রতি)
সুপেরিয়র ডিলাক্স টুইন রুম – ১০,০০০ টাকা (রাত প্রতি)
ওয়ান বেড কটেজ – ১২,০০০ টাকা (রাত প্রতি)
টু বেডরুম ফ্যামিলি কটেজ – ২৪,০০০ টাকা (রাত প্রতি)
ঠিকানাঃ প্লট ৮০১, ভাদুন, গাজীপুর
ফোনঃ 01705-555999, 01705-555888

জলেশ্বরী রিসোর্ট

প্রায় ১০০ বিঘা জায়গা নিয়ে নির্মিত জলেশ্বরী রিসোর্টের নির্মল পরিবেশ যে কারো ভালো লাগবে। সুইমিং পুল, সুবিশাল মাঠ, পুকুর সহ একটি সুন্দর সময় কাটানোর জন্য যাবতীয় ব্যবস্থা রয়েছে এখানে।

রুম ভাড়া

রেগুলার – ৮,০০০ টাকা (রাত প্রতি)
ডিলাক্স – ৯,০০০ টাকা (রাত প্রতি)
ঠিকানাঃ ফাউগান, রাজেন্দ্রপুর, শ্রীপুর, গাজীপুর
ফোনঃ 01973-087071, 01684-788937

ব্রাক সিডিএম রিসোর্ট

প্রাকৃতিক সৌন্দর্যের সাথে আধুনিক সুযোগ-সুবিধা সংবলিত একটি রিসোর্ট রাজেন্দ্রপুরে অবস্থিত ব্রাক সিডিএম। ব্রাক গ্রুপের বিলাসবহুল এই রিসোর্টটিতে আছে সুইমিং পুল, জিম, মিটিং রুম সহ বিভিন্ন গেমস খেলার ব্যবস্থা।
ঠিকানাঃ বিসিডিএম, রাজেন্দ্রপুর, গাজীপুর

রুম ভাড়া

ডিলাক্স টুইন – ৭,০০০ টাকা (১ জন) / ৮,০০০ টাকা (২ জন) (রাত প্রতি)
সুপার ডিলাক্স টুইন – ৮,০০০ টাকা (১ জন) / ৯,০০০ টাকা (২ জন) (রাত প্রতি)
সুপার ডিলাক্স কুইন – ৮,০০০ টাকা (১ জন) / ৯,০০০ টাকা (২ জন) (রাত প্রতি)
জুনিওর সুইট – ১২,০০০ টাকা (রাত প্রতি)
প্রিমিয়াম সুইট – ১৬,০০০ টাকা (রাত প্রতি)
ফোনঃ 01787-680858, 01787-680926, 01787-680928

দ্যা বেস ক্যাম্প বাংলাদেশ

যারা ক্যাম্পিং করতে ভালোবাসেন তাদের কথা মাথায় রেখেই তৈরি করা হয়েছে দ্যা বেস ক্যাম্প বাংলাদেশ নামের ভিন্নধর্মী এই রিসোর্টটি। ঢাকার অদূরে ক্যাম্পিং এর আনন্দ উপভোগ করার জন্য রিসোর্টটির জুড়ি নেই। তাবু থেকে দৃষ্টিগোচর নিশি রাতের সৌন্দর্য আপনাকে মুগ্ধ করতে বাধ্য। তবে তাবু ছাড়াও রুম সহ অন্যান্য সুযোগ-সুবিধাও পেয়ে যাবেন এই রিসোর্টে।

রুম ভাড়া

সিঙ্গেল রুম – ২,৫০০ টাকা (রাত প্রতি)
ডাবল রুম – ৩,৫০০ টাকা (রাত প্রতি)
তাবু ভাড়াঃ ২,৫০০ টাকা (২ জন) (রাত প্রতি)
ঠিকানাঃ গজারিয়াপাড়া, রাজেন্দ্রপুর, গাজীপুর
ফোনঃ +88 01995-333111, +88 01952-777999

অরণ্যবাস রিসোর্ট

পুবাইলে অবস্থিত অরণ্যবাস রিসোর্টে আছে প্রায় ১০০ প্রজাতির গাছ। রিসোর্টটিতে সুবিশাল মাঠ, সুইমিং পুল এবং মাছ ধরার জন্য পুকুর রয়েছে। রিসোর্টে অবস্থানকারীদের সার্বিক নিরাপত্তার দিকটিকে এখানে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

রুম ভাড়া

ডিলাক্স – ৮,০০০ টাকা (রাত প্রতি)
সুপার ডিলাক্স – ৯,০০০ টাকা (রাত প্রতি)
গার্ডেন ভিলা – ১০,০০০ টাকা (রাত প্রতি)
হিজল তমাল – ১২,০০০ টাকা (রাত প্রতি)
ফ্যামিলি সুইট – ১৪,০০০ টাকা (রাত প্রতি)
ঠিকানাঃ বিলাশারা, পুবাইল, গাজীপুর
ফোনঃ 01711-477468, 01779-175097

আপন ভুবন রিসোর্ট

আপন ভুবন রিসোর্টটি একটি বাজেট রিসোর্ট। রিসোর্ট এর পাশাপাশি এটি একটি শুটিং স্পটও। সুইমিং পুল, কনফারেন্স হল এবং বাচ্চাদের খেলাধুলার জায়গার ব্যবস্থা করা হয়েছে এই রিসোর্টে।

রুম ভাড়া

২,০০০ – ৫,০০০ টাকা (রাত প্রতি)
ঠিকানাঃ খিলগাঁও, পুবাইল, গাজীপুর
ফোনঃ 01759-403059, 01632-555333

সাহেব বাড়ি রিসোর্ট

প্রায় ১৫ বিঘা জমি নিয়ে তৈরি করা হয়েছে সাহেব বাড়ি রিসোর্টটি। অন্যান্য রিসোর্টগুলোর মত এখানেও খেলার মাঠ ও সুইমিং পুল রয়েছে। পাশাপাশি ইনডোর গেমস খেলার সুযোগও থাকছে এই রিসোর্টে।

রুম ভাড়া

কাপল রুম – ৪,০০০ টাকা (রাত প্রতি)
ঠিকানাঃ বড়ইপাড়া রোড, ডলিপাড়া, রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট, গাজীপুর
ফোনঃ 01721-163536, 01711-247493

নগরজীবনের ভীড় ও শোরগোল থেকে দূরে সরে নিজের সাথে ও প্রিয়জনদের সাথে সময় কাটাতে প্রতিনিয়ত গাজীপুরে ছুটে যায় ভ্রমনপিয়াশীরা৷ অতিথিদের চাহিদা অনুযায়ী গড়ে উঠছে নতুন নতুন রিসোর্ট ও পিকনিক স্পট। উপরে জনপ্রিয় ২৫টি রিসোর্ট সম্পর্কে কিছু তথ্য দেয়া হলো। এবারের ছুটিতে আপনিও ঘুরে আসতে পারেন গাজীপুরের আপনার পছন্দের রিসোর্টটিতে।

বিঃদ্রঃ হোটেল ও রিসোর্টের ফোন নাম্বার ইন্টারনেট থেকে সংগ্রহ করা এবং অনেক ক্ষেত্রে নাম্বারগুলোর সঠিকতা যাচাই করা আমাদের পক্ষে সম্ভবও হয়ে ওঠে না। তাই কেউ যদি কোন ফোন নাম্বারে যোগাযোগ করতে ব্যর্থ হোন, তাহলে কমেন্ট করে আমাদেরকে বিষয়টি অবহিত করুন। এতে করে আমরা নাম্বারটি সংশোধন করতে পারব।

ছবিঃ ছুটি রিসোর্ট


শেয়ার করুন সবার সাথে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!