প্রিয় ভ্রমণ পিয়াসী বন্ধু, আজকের এই আর্টিকেলে আপনাদের জানাতে চলেছি ঢাক টু সিলেট রেলপথে যাত্রার সময়সূচী, টিকিট/ভাড়া, ট্রেনের নাম, স্টেশন,
রুট ও দূরত্ব সম্পর্কে। ঢাকা টু সিলেট রেলপথ যাত্রায় আপনাকে পারি দিতে হবে প্রায় ৩০০ কি. মি এবং এই রুটে আপনি আন্তঃনগর ও মেইল দু-ধরনের ট্রেনই পাবেন। তাছাড়া হরহামেশা সড়ক দুর্ঘটনার হাত থেকে নিজেকে সতর্ক রাখতে রেলপথ এখন সবার আগ্রহের বিষয়। তাই এ সম্পর্কিত সকল তথ্য নিচে সবিস্তার তুলে ধরব যাতে আপনার ট্রেন যাত্রা হয় একদম নির্বিঘ্ন। চলুন দেখে নেই।
ঢাকা টু সিলেট ট্রেনের সময়সূচী
ট্রেনের নাম, নং ও ধরন |
সাপ্তাহিক বন্ধের দিন |
ঢাকা থেকে ছাড়ার সময় |
সিলেট পৌঁছানোর সময় |
পারাবত এক্সপ্রেস (৭০৯) – আন্তঃনগর |
মঙ্গলবার |
সকাল – ৬:৩০ টা |
দুপুর – ০১:০০ টা |
জয়ন্তিকা এক্সপ্রেস (৭১৭) – আন্তঃনগর |
মঙ্গলবার |
সকাল – ১১:১৫ টা |
সন্ধ্যা – ০৭:০০ টা |
কালানী এক্সপ্রেস (৭৭৩) – আন্তঃনগর |
শুক্রবার |
দুপুর ০২:৫৫ টা |
রাত – ০৯ :৩০ টা |
উপবন এক্সপ্রেস (৭৩৯) – আন্তঃনগর |
বুধবার |
রাত ১০:০০ টা |
ভোর ০৫ :০০ টা |
সুরমা এক্সপ্রেস ( ০৯) – মেইল |
নেই |
রাত ০৯:০০ টা |
সকাল- ০৯:৪০ টা |
ঢাকা থেকে সিলেটগামী ট্রেনের ভাড়ার তালিকা
আসনের ধরন | জনপ্রতি ভাড়া |
শোভান |
২৬৫ |
ফার্স্ট ক্লাস |
৪২৫ |
এসি |
৫৫৮ |
স্নিগ্ধা |
৬১০ |
এসি বার্থ |
১০৯৯ |
বি. দ্র : উপরের সময় সূচী ও ভাড়ার তালিকার সকল অধিকার, পরিবর্তন ও পরিমার্জন বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ বহন করে।
*ঢাকা থেকে সিলেটের রেলপথে দূরত্ব প্রায় ৩০০ কি. মি.।
ঢাকা থেকে সিলেটগামী ট্রেনের স্টপেজসমুহ
ঢাকা – বিমানবন্দর – নরসিংদী – ভৈরববাজার – বি- বাড়িয়া – আজিমপুর – হারিশপুর – মনতলা – নয়াপাড়া- শায়েস্তাগঞ্জ – শ্রীমঙ্গল – শমসের নগর- বরুণচাল – মাইজগাঁও – সিলেট।
উপর্যুক্ত স্টপেজগুলোর ট্রেনভেদে ভিন্ন হতে পারে। স্টপেজ থেকে নিকট দূরত্বে অবস্থান হলে সঠিক স্টপেজটি বেছে নিবেন।
সতর্কতা
- রেলযাত্রার পূর্ব আপনার টিকিট সংগ্রহ করুন অথবা বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইট থেকে ই-টিকিট সংগ্রহ করতে পারেন।
- আপনার বগী নাম্বার ও সিট নাম্বার ভালো করে দেখে নিবেন তাহলে বাড়তি ঝামেলা পোহাতে হবে না।
- রেলে বিভিন্ন ধরণের মানুষ যাতায়াত করে তাই জিনিসপত্রসহ নিজের সাবধানতা অবলম্বন করবেন।
- রেলের খাবার নেবার আগে অবশ্যিই দাম শুনে নিবেন, কারণ বাইরের চেয়ে রেলের খাবার দাম বেশি থাকে।
- রেলে নিজস্ব টয়লেটের ব্যবস্থা যেটি পরিস্কার-পরিচ্ছন্নতার সঙ্গে ব্যবহার করবেন।