সুবর্ণগ্রাম অ্যামিউজমেন্ট পার্ক অ্যান্ড রিসোর্ট

সুবর্ণগ্রাম অ্যামিউজমেন্ট পার্ক রিসোর্ট

সুবর্ণগ্রাম রিসোর্টের অবস্থান 

ঢাকার কাছে মাত্র ২৫ কি. মি. দূরত্বে প্রচ্যের ড্যান্ডি খ্যাত নারায়ণগঞ্জের ভুলতা-গাউছিয়ার কাছে মাহনা নামক স্থানে গড়ে ওঠা সুবর্ণগ্রাম এমিউজমেন্ট পার্ক ও রিসোর্ট বর্তমান সময়ে পিকনিক, বিনোদন ও অবকাশ যাপনের এক সুবিস্তৃত ভুবন। প্রায় ১০০ একর জায়গা জুড়ে অবস্থান করা পার্ক-রিসোর্টটি সুবিশাল লেক, ভাসমান রিসোর্ট, সাফারি পার্ক, লাক্সারি অবকাশযাপন রুম, বিভিন্ন ফুডকোর্ট ও এর অত্যাধুনিক সব রাইডেসের জন্য সহজেই অপনার দৃষ্টি আকর্ষণ করবে। 

তাছাড়া এই পার্ক-রিসোর্টে সামাজিক, বিবাহ, জন্মদিন, বিনোদনমূলক বা অফিসিয়াল অনুষ্ঠানের জন্য রয়েছে স্পেশাল ব্যবস্থা। তাই অগ্রিম বুকিং বা এ সম্পর্কিত কোনো তথ্য জানতে কন্টাক্ট করতে পারেন নিচে দেওয়া নাম্বারে- 

01958533112; 01958533118; 01958533119

প্রবেশের সময়সূচি ও টিকিটের মূল্য

পার্কে প্রবেশের সময় সকাল ৯ টা থেকে শুরু হয়। তবে ১১-১১:৩০ টায় প্রবেশ করাটা হবে বেশ ভালো। কারণ এসময় আপনি  একটা সজীব ও প্রাণবন্ত পরিবেশ পাবেন। প্রবেশ গেটের পর পার্কিং এড়িয়া পেরিয়েই টিকিট কাউন্টার থেকে প্রথমে জন প্রতি ৩০০/- টাকায় টিকিট সংগ্রহ করতে হবে যার সঙ্গে একটি রাইড ফ্রি পাবেন। ১০ বছরের কম বয়সীদের জন্য টিকিট মূল্য জনপ্রতি ২০০ টাকা তবে ৩ বছরের নিচে কোনো শিশুর জন্য টিকিটের প্রয়োজন নেই। 

টিকট কাউন্টার সংলগ্ন হলওয়ে পেরিয়ে আপনি প্রবেশ করবেন মূল পার্কে। হলওয়ের ভিতর দিয়ে এমন প্রবেশ ব্যবস্থা আপনাকে একরকম লাক্সারিয়াস ফরেন ফিল দেবে। তবে আপনি চাইলে পার্কে প্রবেশের আগে বিভিন্ন প্যাকেজ গ্রহণ করতে পারেন। প্যাকেজগুলো হলো –

  • স্টুডেন্ট প্যাকেজ – জনপ্রতি ৮০০ টাকা যেখানে সময় থাকবে সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৬ টা। এখানে ৬ টি রাইডের সঙ্গে লাঞ্চের ( পোলাও, চিকেন রোস্ট, এগ কারি, সালাদ, মিনারেল ওয়াটার)সুবিধাও থাকবে।
  • কাপল ডে/নাইট-লং প্যাকেজ – ৬০০০ টাকা যেখানে সময় থাকবে সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৭টা। একটি লাক্সারি এসি রুম ও ডাবল কিং বেডের সঙ্গে লাঞ্চও থাকবে।
  • কর্পোরেট প্যাকেজ – জনপ্রতি ১০০০ টাকা

যেখানে সময় সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৬ টা। ৬ টি রাইডসহ লাঞ্চের সুবিধা পাবেন।

সুবর্ণগ্রাম পার্কে যাবার উপায়

সুবর্ণগ্রামের পার্ক ও রিসোর্টে যেতে ঢাকার সাইন্সল্যাব, কলাবাগান, গুলিস্তান, যাত্রাবাড়ীসহ বিভিন্নস্থান থেকে ভুলতা-গাউছিয়াগামী বাস, সিএনজি, লেগুনা পেয়ে যাবেন। রাস্তায় যানজট না থাকলে মোটামুটি এক ঘন্টার দূরত্বে পৌছে যাবেন ভুলতা-গাউছিয়া মার্কেটের কাছে এবং সেখান থেকে ৩০-৪০ টাকায় রিক্সা বা অটোতে ঢাকা-সিলেট হাইওয়ের কোল ঘেষে ঠিক ডান পাশেই পেয়ে যাবেন পার্কটির প্রবেশ ফটক। তাছাড়া যারা বাসে যেতে চান তাদের জন্য –

  • কুড়িল বিশ্বরোড থেকে সরাসরি বিআরটিসিতে ৩০০ ফিট হয়ে যাওয়া যাবে ভুলতা-গাউছিয়া মার্কেটে সেক্ষেত্রে ভাড়া পরবে জনপ্রতি ৬০-৭০ টাকা।
  • গুলিস্তান থেকে সকাল ৮ টায় পাবেন গ্লোরী এক্সপ্রেস বাসটি যেখানে ভাড়া পরবে জনপ্রতি ৫০-৬০ টাকা।

এগুলো ছাড়াও আরও অনেক বাস পেয়ে যাবেন যেগুলো ভায়া ভুলতা-গাউছিয়া হয়ে পশ্চিমবঙ্গে যেয়ে থাকে।

তাছাড়া যারা ব্যক্তিগত গাড়ি, বাইক বা রিজার্ভ যেতে চান তারা ফলো করতে পারেন নিচের রুটগুলো।

        ১ নং রুট (ঢাকা-সিলেট মহাসড়ক) : 

              ঢাকা – গুলিস্তান – সাইনবোর্ড – ভুলতা

       ২ নং রুট (পূর্বাচল এক্সপ্রেসওয়ে বা টঙ্গী হাইওয়ে) :

               ঢাকা –  আব্দুল্লাহপুর – টঙ্গী – ভুলতা

বিভিন্ন রাইডের মূল্য

এই পার্ক-রিসোর্টটি যেহেতু বিভন্ন বয়সী দর্শনার্থী ও অবকাশযাপন কেন্দ্র হিসেব খ্যাত তাই এখানে রয়েছে ছোট-বড় অত্যাধুনিক সব রাইডস। চলুন তবে দেখে নেই রাইডগুলোর নাম, বিশেষত্ব আর মূল্য তালিকা।

ফেরিস হুইল – নাগরদোলা সদৃশ সুউচ্চ এ ফেরিস হুইল মাথা উঁচু করে দাড়িয়ে আছে যা আপনাকে পার্কের ৩৬০° ভিউ নেবার সঙ্গে দিবে অফুরন্ত বিনোদন। এ রাইডের জন্য টিকিট মূল্য ১০০/-।

       বুস্টার – এটি সাহসী আর রোমাঞ্চপ্রিয় মানুষদের জন্য একটি স্পেশাল রাইড। যার টিকিট ১০০/-

       ডিসকো কোস্টার – এটি চারদিকে ঘোরার পাশাপাশি সামনে পিছনে দোল দেয়। টিকিট ১০০/-

      স্পিডবোট – লেকের পার ধরে একা কিংবা কাপলসহ পুরো পার্কটা ঘুরে দেখার জন্য এটি একটি বেস্ট রাইড। টিকিট ১০০ টাকা।

      রোড ট্রেন – এডি লাইনবিহীন প্লেন রাস্তায় চলে এবং সুবিশাল এ পার্ক-রিসোর্টটি সহজেই ঘুড়ে দেখায়। টিজিট ৫০ টাকা।

      ফ্রিজবি – বিপরীত মুখি বৃত্তাকার সারিবাঁধা চেয়ারে বসে এই রাইডটি আপনাকে দেবে অন্যরকম এক আনন্দের মুহূর্ত । টিকিট ১০০/-

      কিডস কার – বাচ্চাশিশুদের জন্য এটি বেশ মজাদার একটি রাইড। টিকিট ১০০ টাকা।

      সাফারি রাইড – গাড়িতে বসে বিভিন্ন বণ্য প্রাণী ও পাখির বিচরণ আর এর নৈসর্গিক দৃশ্য উপভোগে এই রাইড সম্পূর্ণ উয়াইল্ড একটা ফিল দিবে। টিকিট ১০০/-।

     সুইমিংপুল – এই গরমে শরীরকে স্বস্তি দিতে সুইমিংপুলে ভেসে থাকার বিকল্প আর কিছু হয় না। টিকিট ৩০০/-

এগুলোর বাইরে আরও অনেক রাইডস রয়েছে যেগুলো থেকে চাহিদা মতো বছাই করে সেগুলোর স্বাদ নিতে পারেন।

বিশেষ সতর্কতা

ফেরিস হুইল, ডিসকো কোস্টার বা বুস্টার রাইডসগুলোতে থেক বৃদ্ধ বা দুর্বল চিত্তের মানুষদের দূরে রাখুন।

পার্কটি-রিসোর্টটি তার পরিচ্ছন্নতায় খুব কঠোর। তাই কোনোভাবেই অপরিচ্ছন্ন করবেন না কারণ এতে ৫০০০/- জরিমানা হতে পারে।

যোগাযোগের নাম্বার ও ঠিকানা

অনন্যসুন্দর সুবিশাল এই পার্কে পরিবারসহ রাত্রীযাপন বা কোনো অনুষ্ঠানের জন্য বুকিং দিতে যোগাযোগ করতে পারেন-

যেকোনো তথ্য জানতে ফোন করুন –
01958533112
01958533118
01958533119

রিসোর্ট রুম রিজার্ভের জন্য-
01958533125

তাছাড়া অফিসিয়াল মেইল-
parksuvarnagrama@gmail.com

ঠিকানা : মাহনা, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!